বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গফরগাঁওয়ে মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি শেখ হাসিনার পদত্যাগের পূর্বের 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে গত ৩১ আগস্ট গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ কোনো কর্মসূচির পালন করেনি বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘দেশব্যাপী জামাত-শিবির ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে’ গত ০৪ আগস্ট অনুষ্ঠিত গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘গফরগাঁও উপজেলা ছাত্রলীগ’ নামের একটি ফেসবুক পেজে গত ০৪ আগস্ট প্রচারিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে সংযুক্ত ছবিগুলোর সাথে প্রচারিত ভিডিওটির বেশ কিছু অংশ ও কয়েকজন ব্যক্তির মধ্যে মিল রয়েছে। 

Screenshot collage: Rumor Scanner

পরবর্তীতে, মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজ এর ইউটিউব চ্যানেলে গত ০৪ আগস্ট ‘জামাত-শিবির ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনে প্রচারিত ভিডিওর মতো গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের নামে হুবহু একই ব্যানারে মিছিল করতে দেখা যায়। 

উক্ত প্রতিবেদনের বরাতে জানা যায়, গত ০৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির প্রতিবাদ ও দেশব্যাপী জামাত-শিবির ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। মূলত ঐ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ভিডিও-ই বর্তমানে ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের একদিন আগের গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোর মিছিলের ভিডিওকে সম্প্রতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img