সম্প্রতি, “লিওনেল মেসিকে পেয়ে আজ প্যারিসে আনন্দ উল্লাসের ঝড় বইছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির আগমনে পিএসজি সমর্থকদের উল্লাসের নয় বরং গতবছরে একটি ফুটবল ম্যাচ জয়ের পর পিএসজি সমর্থকদের আনন্দ উল্লাসের ভিডিও এটি।
মূলত, ২০২০ সালের ১২ মার্চ চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অব সিক্সটিনের ২য় লীগের ম্যাচে ঘরের মাঠে বরশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামে পিএসজি।
উক্ত ম্যাচে ২-০ ব্যবধানে জয়ের মাধ্যমে দুই লীগ মিলে ৩-২ সমষ্টিগতভাবে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পিএসজি। পরবর্তীতে করোনা পরিস্থিতি উপেক্ষা করে সেদিন পিএসজির মাঠ “পার্ক দেস ফ্রান্সের” সামনে হাজারো পিএসজি সমর্থক আনন্দ উল্লাসে মেতে ওঠে।


উল্লেখ্য, ফুটবল ক্লাব পিএসজিতে যোগ দিতে মেসির প্যারিস আগমনের ফলে স্টেডিয়ামটি চারদিকে কয়েক হাজার সমর্থকের গতকালের উল্লাসের বিভিন্ন ভিডিও খুঁজে পাওয়া গিয়েছে।
অর্থাৎ, গতবছরের ভিন্ন ঘটনার আনন্দ উল্লাসের ভিডিওটিকে বর্তমানে মেসির আগমনে পিএসজি সমর্থকদের উল্লাস দাবীতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: লিওনেল মেসিকে পেয়ে আজ প্যারিসে আনন্দ উল্লাসের ঝড় বইছে
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]