সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে ফেনীর বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী টিম পৌঁছানোর দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ফেনীতে বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী টিম পৌঁছানোর দৃশ্য নয় বরং এটি ২০২১ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ নৌ মহড়ার সময় তোলা ছবি।
অনুসন্ধানে ছবি ও ভিডিও হোস্টিং প্লাটফর্ম ফ্লিকারে ২০১১ সালের ২০ সেপ্টেম্বর প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে প্রচারিত ছবিটি মিলে যায়। উক্ত ছবির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ছবিটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রথম নৌ নিরাপত্তা সংক্রান্ত যৌথ মহড়া ‘কোঅপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেইনিং (সিএআরএটি-ক্যারাট) এর সময় তোলা। ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গণযোগাযোগ বিশেষজ্ঞ ড্যানিয়েল বার্কার।
বিডিনিউজ২৪ এর ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ যৌথ নৌ মহড়া শুরু’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, বহু বছর ধরে মার্কিন নৌবাহিনী বিভিন্ন দেশের সঙ্গে ‘ক্যারাট’ যৌথ সামরিক মহড়ার চালিয়ে আসলেও ২০১১ সালেই বাংলাদেশ প্রথমবারের মতো এতে অংশ নেয়। আটদিনব্যাপী উক্ত মহড়ায় সমুদ্র ও উপকূল উভয় স্থানে প্রশিক্ষণের ব্যবস্থা ছিলো।
এছাড়াও, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বশেষ ‘ক্যারাট’ যৌথ সামরিক মহড়া চলতি বছরের এপ্রিলে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
সুতরাং, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ‘ক্যারাট’ যৌথ সামরিক মহড়ার পুরোনো ছবিকে বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ফেনীতে বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী টিম পৌঁছানোর দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।