৫ আগস্টের নয়, আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ভিডিওটি গত মে মাসের

সম্প্রতি, “৫/৮/২৫/ব্রেকিং নিউজ কিছুক্ষণ আগে গুলিস্তানে আওয়ামী লীগের মিছিল আজ ৫ই আগস্ট জঙ্গি হামলা হয়েছিল বাংলাদেশে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৫৭ হাজার বার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ০৫ আগস্টের নয় বরং এটি গত ৪ মে নয়াবাজারে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ মিছিলের দৃশ্য। 


এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে দেশের কণ্ঠের ফেসবুক পেজে ২০২৪ সালের ৪ মে  “আওয়ামী লীগ এর মিছিল | Desher Kantha” ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

একই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজেও ‘রাজধানীর নয়াবাজারে বংশাল থানা আওয়ামী লীগের কর্মীদের বিক্ষোভ মিছিল’ ক্যাপশনে উক্ত ভিডিওটি প্রচার হতে দেখা যায়। 

এছাড়া, সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একই তথ্যসংবলিত আলোচিত ভিডিওটি (,,) খুঁজে পাওয়া যায়।

সুতরাং, গত ৪ মে নয়াবাজারে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ মিছিলের দৃশ্যকে গত ০৫ আগস্টের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img