সম্প্রতি ‘আবারও টাইটানিক দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিল ওশানগেট’ শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
গণমাধ্যমের ফেসবুক পেইজ সহ অন্যান্য পেইজে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ইন্ডিপেন্ডেন্ট টিভি, বাংলা নিউজ২৪, আমাদের সময়.কম, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, মানবজমিন, নিউজ২৪, কালবেলা, আজকের পত্রিকা, যমুনা টিভি, চ্যানেল২৪, নাগরিক টিভি, বাংলা ভিশন, ঢাকা মেইল, কালের কণ্ঠ, চ্যানেল আই, ডিবিসি নিউজ, নয়া দিগন্ত, পূর্বকোণ, ডেইলি বাংলাদেশ, জুম বাংলা, বিডি২৪রিপোর্ট, অর্থ সংবাদ, কারেন্ট নিউজ, সাম্প্রতিক দেশকাল, নিউজ জি২৪, রিদ্মিক নিউজ, প্রাইম নিউজবিডি, নিরাপদ নিউজ, বহুমাত্রিক, বাংলা খবর বিডি।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন বিজনেস স্ট্যান্ডার্ড, টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিকস টাইমস, আউটলুক ইন্ডিয়া, স্পোর্টসকিডা, এনডিটিভি, দ্যা ওয়াল, এবিপিলাইভ, হিন্দুস্থান টাইমস, কলকাতা টিভি, সংবাদ প্রতিদিন.ইন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ইন্ডিপেন্ডেন্ট.ইউকে, ডেইলি মিরর, নিউ ইয়র্ক পোস্ট, ইয়াহু নিউজ, ডেইলি মেইল, টরেন্টো সান, এলবিসি.কম.ইউকে, ন্যাশনাল পোস্ট, দ্যা ফেডারেল, নিউজ.কম, ইএসপিএনপিজিএইচ.আইহার্ট.কম, টিজে.নিউজ, এওএল.কম, এনএনএন.এনজি।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, টাইটানিক ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য টাইটান ধ্বংসের পর ওশানগেট নতুন কোনো বিজ্ঞাপন দেয়নি বরং ইন্টারনেট আর্কাইভ অনুযায়ী উক্ত বিজ্ঞাপনটি টাইটান ধ্বংসের আগে থেকেই ওয়েবসাইটে রয়েছে।
পুরানো বিজ্ঞাপনের ভিত্তিতে গণমাধ্যমে ভুল সংবাদ
টাইটানিক ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য টাইটান ধ্বংসের পর ওশানগেটের নতুন বিজ্ঞাপন দাবিতে প্রচারিত তথ্যটির প্রকাশকাল নিয়ে যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম ওশানগেটের ‘Titanic Expedition – Explore the Titanic’ শীর্ষক উক্ত ওয়েবপেজের লিংকটি কপি করে ইন্টারনেট আর্কাইভের ওয়েবসাইট archive.org তে অনুসন্ধান করে।
এতে ওয়েবসাইটটিতে গত ১৩ জুন ওশানগেটের নতুন বিজ্ঞাপন দাবিতে প্রচারিত তথ্যটি সম্বলিত উক্ত ওয়েবপেজটির একটি আর্কাইভ সংস্করণ খুঁজে পাওয়া যায়।
এই আর্কাইভ সংস্করণটি বিশ্লেষণ করে দেখা যায়, ওয়েবপেইজটিতে প্রদত্ত তথ্যানুযায়ী, ২০২৩ সালে ওশানগেটের টাইটানিক এক্সপিডিশনটি তখনো চলমান।
অপরদিকে ২০২৪ সালের এক্সপিডিশনের ৫ টি মিশন উল্লেখ করা আছে ওয়েবপেইজটিতে। এর মধ্যে প্রথম মিশনটি ২০২৪ সালের ৯ মে থেকে ১৭ মে, দ্বিতীয় মিশনটি একই মাসের ১৮ মে থেকে ২৬ মে, তৃতীয় মিশনটি ২৭ মে থেকে ৪ জুন, চতুর্থ মিশনটি ৫ জুন থেকে ১৩ জুন এবং সবশেষ পঞ্চম মিশনটি ১৪ জুন থেকে ২২ জুনের মধ্যে হওয়ার কথা রয়েছে ওয়েবপেইজটিতে।
পরবর্তীতে অধিকতর অনুসন্ধানে আরেকটি ইন্টারনেট আর্কাইভের ওয়েবসাইট archive.ph এ গত ১৯ জুন একই ওয়েবপেইজের আরেকটি সংস্করণ খুঁজে পাওয়া যায়।
এই পেইজটিতে প্রদত্ত তথ্যানুযায়ী, ২০২৩ সালে ওশানগেটের টাইটানিক এক্সপিডিশনটি তখনো চলমান। তবে ২০২৪ সালের এক্সপিডিশনটি পরিবর্তন করে দুইটি মিশন তথা প্রথম মিশন জুনের ১২ থেকে ২০ এবং দ্বিতীয়টি জুনের ২১ থেকে ২৯ তারিখ নির্ধারণ করা হয়।
পরবর্তীতে ২২ জুন পাওয়া একই ওয়েবপেইজের আরেকটি আর্কাইভ সংস্করণ থেকেও একই এক্সপিডিশন সম্পর্কে জানা যায়।
অপরদিকে গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৮ জুন আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে চালকসহ পাঁচ যাত্রী নিয়ে টাইটান সাবমেরিনটি নিখোঁজের ঘটনা ঘটে। পরবর্তীতে গত ২২ জুন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর উদ্ধারকারীরা সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানায়।
অর্থাৎ টাইটান নিখোঁজ হওয়ার আগে থেকেই ওশানগেটের ২০২৪ সালের টাইটানিক দেখতে যাওয়ার বিজ্ঞাপনটি তাদের ওয়েবসাইটে বিদ্যমান ছিল।
এছাড়া গণমাধ্যমে ওশানগেটের বিজ্ঞাপনটিকে নতুন বিজ্ঞাপন দাবি করা হলেও বিজ্ঞাপনটিতে এক্সপিডিশনের কনটেন্ট এক্সপার্ট হিসেবে পিএইচ নারগিওলেট নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়া টাইটান সাবমেরিনটিতে থাকা পাঁচ যাত্রীর একজন ছিলেন পিএইচ নারগিওলেট, যিনি এই দুর্ঘটনায় মারা যান।
ওশানগেটের বিজ্ঞাপনটিতে পিএইচ নারগিওলেটের এই উপস্থিতিও প্রমাণ করে, বিজ্ঞাপনটি নতুন নয়, পূর্ব থেকেই এটি তাদের ওয়েবসাইটে ছিল।
মূলত, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখাতে পাঁচজন আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেটের টাইটান নামে একটি সাবমেরিন গত ১৮ জুন আটলান্টিক মহাসাগরের তলদেশে যাত্রা শুরু করে। তবে যাত্রার প্রায় দুই ঘন্টা পরেই সাবমেরিনটি সমুদ্রপৃষ্ঠ থাকা মূল জাহাজের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। পরবর্তীতে গত ২২ জুন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর উদ্ধারকারীরা সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানান। কিন্তু সম্প্রতি দেশি-বিদেশি একাধিক গণমাধ্যম সূত্রে ওশানগেটের আবারও টাইটানিক দেখতে যাওয়ার বিজ্ঞাপন দেওয়ার দাবিতে একটি তথ্য ব্যাপকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে ইন্টারনেট আর্কাইভ অনুযায়ী উক্ত বিজ্ঞাপনটি টাইটান ধ্বংসের আগে থেকেই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায় এবং দূর্ঘটনার পর টাইটানিক দেখতে যাওয়ার জন্য ওশানগেট কর্তৃক পুনরায় বিজ্ঞাপন প্রকাশের কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইতোপূর্বে ‘ওশানগেট সাবমেরিনের জন্য নতুন চালক খুঁজছে’ শীর্ষক দাবিতে একইভাবে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম। রিউমর স্ক্যানার টিমের ফ্যাক্টচেক প্রতিবেদনটি পড়ুন ‘ওশানগেট টাইটানের চালকের মৃত্যুর পর সাবমেরিন চালক নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি দেয়নি।’
সুতরাং, ওশানগেট আবারও টাইটানিক দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিয়েছে শীর্ষক দাবিতে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
OceanGate Archive.org: https://web.archive.org/web/20230613051805/https://oceangateexpeditions.com/tour/titanic-expedition/
OceanGate Archive.ph: https://archive.fo/rWepa
OceanGate Archive.org: https://web.archive.org/web/20230622100421/https://oceangateexpeditions.com/tour/titanic-expedition/
Al Jazeera: Titan sub timeline: When did it go missing and other key events
As.com: Who was Titan passenger Paul-Henri Nargeolet? Why was he known as Mr. Titanic?