ওবায়দুল কাদেরকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পেটানোর গুজব

সম্প্রতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুক্রবারের জুম্মা নামাজের পর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা পিটিয়েছেন দাবিতে ‘জুম্মা শেষে ওবায়দুল কাদেরকে পিটালো জামায়াত শিবিরের লাখো নেতাকর্মীর’ শীর্ষক থাম্বনেইলে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন  এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওপর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের হামলার কোনো ঘটনা ঘটেনি। বরং গত ২৮ জানুয়ারি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচন দাবিতে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার বিক্ষোভ মিছিলের একটি ভিডিওতে চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার আলোচিত দাবিটি প্রচারিত করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে ভিডিওটির শুরুতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ছোট ছোট কয়েকটি ভিডিও ফুটেজ দেখানো হয়। এরপর পুরো ভিডিওটি জুড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার একটি বিক্ষোভ মিছিলের ভিডিও দেখানো হয়। ভিডিওটির কোথাও ওবায়দুল কাদেরের ওপর জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের হামলার কোনো দৃশ্য দেখা যায়নি। এছাড়াও এ বিষয়ে কোনো তথ্যও উপস্থাপন করা হয়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ক্লিপগুলো অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভিডিওটির শুরুতে দেখানো ছোট ক্লিপগুলোর যথাযথ উৎসের সন্ধান পাওয়া না গেলেও Bangladesh Jamaat-e-Islami এর ইউটিউব চ্যানেলে গত ২৮ জানুয়ারি রাজধানীতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের বিক্ষোভ মিছিল শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Youtube

উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে দেখানো ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলের ভিডিওর সাথে এটির হুবহু মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা।’

এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলানিউজ২৪ এর ওয়েবসাইটে গত ২৮ জানুয়ারি বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: banglanews24

প্রতিবেদনটি থেকে জানা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সারাদেশের সব মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে জামায়াতের মহানগরী শাখাগুলো। এর প্রেক্ষিতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগরী উত্তর জামায়াত।

Screenshot: banglanews24

তবে উক্ত প্রতিবেদনের কোথাও উক্ত বিক্ষোভ মিছিলের দিন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওপর জামায়াত ও শিবির নেতাকর্মীদের হামলা করার দাবির পক্ষের  কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও দেখা যায়, গত ২৮ জানুয়ারি দিনটি রবিবার ছিল। 

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে ওবায়দুল কাদেরর ওপর জামায়াত ও শিবির নেতাকর্মীদের হামলা করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, গত ২৮ জানুয়ারি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সারাদেশের সব মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী শাখাগুলো। উক্ত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। বিক্ষোভ মিছিলটি মিরপুর-১ নম্বর গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যাল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের একটি ভিডিওটিতে সম্প্রতি ‘জুম্মা শেষে ওবায়দুল কাদেরকে পিটালো জামায়াত শিবিরের লাখো নেতাকর্মীর’ শীর্ষক থাম্বনেইল  ব্যবহার করে ইউটিউবে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে উক্ত মিছিল থেকে ওবায়দুল কাদের কিংবা সরকারের দায়িত্বশীল ব্যক্তিকে পিটানোর কোনো ঘটনা ঘটেনি।

সুতরাং, জুম্মা শেষে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ওবায়দুল কাদেরকে পেটানোর দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img