গত ১৯ জানুয়ারি শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর দশম আসর। এবারের বিপিএলে ‘ফরচুন বরিশাল’ এর হয়ে খেলতে ঢাকায় পা রেখেছিলেন পাকিস্তানের শোয়েব মালিক। তবে গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বরিশালের তিন ম্যাচ শেষ হওয়ার পর শোয়েব বাংলাদেশ ছেড়েছেন। এবারের আসরে তাকে আর দেখা যাবে না। এরই মধ্যে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, তিনি দুই ম্যাচ খেলেই বিপিএলকে বিদায় জানিয়েছেন।

উক্ত দাবিতে গণমাধ্যমের পোস্ট দেখুন বিডিক্রিকটাইম (ফেসবুক)।
এছাড়াও একই দাবিতে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শোয়েব মালিক এবারের বিপিএলে দুই ম্যাচ খেলেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং তিনি ‘ফরচুন বরিশাল’ এর হয়ে তিন ম্যাচ খেলেছেন।
এ বিষয়ে অনুসন্ধানে ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম Cricbuzz ওয়েবসাইটে শোয়েব মালিকের বিপিএলের দল ফরচুন বরিশালের হয়ে এ পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর (১, ২, ৩) স্কোরকার্ড পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।

সেখানে দেখা যায়, শোয়েব মালিক বরিশালের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন। গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের প্রথম ম্যাচে তিনি ব্যাট হাতে ১৮ রান করেন এবং বল হাতে ১ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন। এরপর গত ২২ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে অনুষ্ঠিত ফরচুন বরিশালের দ্বিতীয় ম্যাচে তিনি ব্যাট হাতে ৫ রানে অপরাজিত ছিলেন এবং বল হাতে এক ওভারে ১৮ রান দেন। ওই ওভারে তিনি ৩ টি নো বলও করেন। এছাড়াও গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষের ফরচুন বরিশালের তৃতীয় ম্যাচে তিনি ব্যাট হাতে ৭ রান করেন। তবে এই ম্যাচে তাকে আর বল হাতে দেখা যায়নি।
এছাড়াও, মূলধারার গণমাধ্যম ‘প্রথম আলো’র অনলাইন সংস্করণে আজ (২৫ জানুয়ারি) ‘এবার বিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও শোয়েব মালিকের এবারের বিপিএলে ৩ ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
মূলত, গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর দশম আসরে ‘ফরচুন বরিশাল’ এর হয়ে খেলতে ঢাকায় পা রেখেছিলেন পাকিস্তানের শোয়েব মালিক। তবে গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বরিশালের তিন ম্যাচ শেষ হওয়ার পর শোয়েব বাংলাদেশ ছেড়েছেন। এবারের আসরে তাকে আর দেখা যাবে না। এরই মধ্যে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, তিনি দুই ম্যাচ খেলেই বিপিএলকে বিদায় জানিয়েছেন। তবে রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ফরচুন বরিশালের হয়ে চলতি বিপিএলে তিনটি ম্যাচ খেলেছেন শোয়েব মালিক।
সুতরাং, শোয়েব মালিক দুই ম্যাচ খেলে এবারের বিপিএল থেকে বিদায় নিয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Cricbuzz (1): https://m.cricbuzz.com/live-cricket-scorecard/86928/brsal-vs-rgr-3rd-match-bangladesh-premier-league-2024
- Cricbuzz (2): https://m.cricbuzz.com/live-cricket-scorecard/86949/brsal-vs-klt-6th-match-bangladesh-premier-league-2024
- Cricbuzz (3): https://m.cricbuzz.com/live-cricket-scorecard/86959/cv-vs-brsal-8th-match-bangladesh-premier-league-2024
- Prothom Alo: এবার বিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক
- Rumor Scanner’s Own Analysis