সাকিব নয়, বিপিএল ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক সুনীল নারিন

চলতি বিপিএলে গতকাল (১৩ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের হয়ে ২০ বলে খুলনা টাইগার্সের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। উক্ত হাফ সেঞ্চুরিটিকে বিপিএল ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বিপিএল ইতিহাসের

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে সাকিব আল হাসানের ২০ বলে করা হাফ সেঞ্চুরিটি বিপিএল ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরি নয় বরং ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৩ বলে বিপিএল ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরি করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম প্রথম আলো’র ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি  ‘Narine record half-century sends Comilla to BPL final’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ প্রিমিয়ার লীগের অষ্টম আসরে (বিপিএল) দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনীল নারিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৩ বলে অর্ধশত রান পূর্ণ করেন এ ক্যারিবিয় তারকা।

এছাড়াও, মূলধারার গণমাধ্যম ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি ‘Narine smashes 13-ball fifty, fastest in BPL’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বিপিএল ফ্রেঞ্চাইজি ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি ‘১৩ বলে ৫৩!! বিপিএল ইতিহাসের দ্রুততম অর্ধশতক। সুনিল নারিন’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

Screenshot: Comilla Victorians

তাছাড়া, ঐ ম্যাচের পরবর্তী সময়ে বিপিএলে এর চেয়ে কম বলে হাফ সেঞ্চুরির রেকর্ড পাওয়া যায়নি।

অর্থাৎ, বিপিএল ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড সাকিব আল হাসানের নয়। তবে তিনি চলতি বিপিএলে এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচের হিসেবে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন।

Screenshot: T Sports Facebook

মূলত, গত ১৩ ফেব্রুয়ারি চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ বলে এ পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচের হিসেবে আসরের দ্রুততম হাফ সেঞ্চুরি করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পরবর্তীতে উক্ত হাফ সেঞ্চুরিটিকে বিপিএল ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৩ বলে বিপিএল ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরিটি করেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন।

সুতরাং, বিপিএলে চলতি আসরে সাকিব আল হাসানের করা দ্রুততম হাফ সেঞ্চুরিকে বিপিএল ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরি দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img