সালাউদ্দিন নয়, সাকিব মিরপুরে কোচ ফাহিমের সাথে অনুশীলন করেছেন 

ভারতের চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মাঝেপথে গতকাল (২৫ অক্টোবর) ঢাকায় ফিরে মিরপুরে অনুশীলন করেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ সংক্রান্ত খবরে কতিপয় গণমাধ্যম দাবি করেছে, কোচ সালাউদ্দিনের সাথে অনুশীলন করেছেন সাকিব। 

সাকিব

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন প্রথম আলো (ইংরেজি), খবরের কাগজ, যুগান্তর, আরটিভি, জনকণ্ঠ, কালবেলা, ভোরের কাগজ, যায়যায়দিন, এনটিভি, এটিএন বাংলা, সাম্প্রতিক দেশকাল, ডেইলি অবজারভারদৈনিক সংগ্রাম, জাগোনিউজ২৪, বার্তা২৪, ঢাকা পোস্ট, সারা বাংলা, প্রতিদিনের বাংলাদেশ, প্রতিদিনের সংবাদ, বিডিক্রিকটাইম, বাংলাদেশ বুলেটিন, বাংলাদেশ জার্নাল, বাংলাদেশ পোস্ট, দ্য ডেইলি ক্যাম্পাস, সংবাদ প্রকাশ, ঢাকা প্রকাশ, বায়ান্ন টিভি, পূর্বপশ্চিম বিডি, জনবাণী, আজকালের খবর, আজকের দর্পণ, সময়ের কণ্ঠস্বর, বিজনেস জার্নাল, একুশে সংবাদ, বহুমাত্রিক, ঢাকা রিপোর্ট২৪, সময় জার্নাল, সোনালী নিউজ, বিডি২৪রিপোর্ট, বিডি২৪লাইভ, এমটিনিউজ২৪, কালের আলো।  

তাছাড়া, কতিপয় গণমাধ্যম একই দাবিতে সংবাদ প্রকাশ করে পরবর্তীতে তা পরিবর্তন করেছে। উক্ত তথ্য সম্বলিত প্রতিবেদনের আর্কাইভ পাওয়া সম্ভব হয়নি। এমন কিছু গণমাধ্যম হলো চ্যানেল২৪, সময় টিভি, অলরাউন্ডার, বাংলাদেশ মোমেন্টস। 

একই দাবিতে ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখুন বাংলা হান্ট। 

একই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বকাপের মাঝপথে ঢাকায় এসে সাকিব কোচ সালাউদ্দিনের সাথে অনুশীলন করার দাবিটি সঠিক নয় বরং তিনি আরেক কোচ নাজমূল আবেদীন ফাহিমের সাথে অনুশীলন করেছেন। 

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো’র গতকাল (২৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, “সকালে ঢাকায় ফিরে দুপুরেই সাকিব হাজির মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে। সেখানে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও ক্রিকেট কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন সাকিব। তিন ঘণ্টার লম্বা অনুশীলন সেশন শেষে বিকেলের দিকে ইনডোর থেকে বেরিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক।”

ক্রীড়া বিষয়ক দেশীয় সংবাদমাধ্যম Daily Cricket এর ফেসবুক পেজে গতকাল (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও ক্রিকেট কোচ নাজমূল আবেদীন ফাহিমকে সাকিবের সাথে অনুশীলন শেষে বেরিয়ে আসতে দেখা যায়। তবে ভিডিওতে তার মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। 

Screenshot: Facebook

আমরা এ বিষয়টি নিশ্চিত হতে গিয়ে দেখেছি, নাজমূল আবেদীন ফাহিম গতকাল যে গাড়িতে চড়ে মিরপুর ত্যাগ করেছেন, সেটির নাম্বার প্লেটের নাম্বার ছিল ঢাকা মেট্রো গ ৩৩-৫৫৭৫।

Screenshot: Facebook

আমরা গণমাধ্যম সূত্রেই দেখেছি, আজ (২৬ অক্টোবর) সকালেও নাজমূল আবেদীন ফাহিম একই গাড়িতে মিরপুরে এসেছেন, যার নাম্বার প্লেট একই ছিল। 

Screenshot: Facebook

আরো অনুসন্ধান করে, আরেক সংবাদমাধ্যম ‘সময় টিভি’তে গতকাল নাজমূল আবেদীন ফাহিমের দেওয়া একটি অডিও সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়, যেখানে তিনি বলেন, ” (সাকিব) আসলো তো ব্যাটিংটা ঝালাই করার জন্য। প্র্যাক্টিস সেশন কনডাক্ট করলো। একটা সেশন করলো। আরেকটা সেশন করবে। তারপর চলে যাবে।” 

Screenshot: Facebook 

নাজমূল আবেদীন ফাহিম মূলধারার অনলাইন সংবাদমাধ্যম ‘বিডিনিউজ২৪’কে দেওয়া সাক্ষাৎকারেও একই তথ্যই দিয়েছেন।

Screenshot: Bdnews24

তাছাড়া, ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম Cricinfo এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে। 

অর্থাৎ, সাকিব ঢাকায় ফিরে গতকাল কোচ নাজমূল আবেদীন ফাহিমের অধীনে অনুশীলন করেছেন। কিন্তু এ সংক্রান্ত উপরোল্লিখিত প্রতিবেদনের কোনোটিতেই সাকিব কোচ সালাউদ্দিনের সাথে অনুশীলন করেছেন শীর্ষক তথ্য উল্লেখ নেই। 

সাকিব কোচ সালাউদ্দিনের সাথে অনুশীলন করেছেন শীর্ষক দাবিটি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ক্রীড়া বিষয়ক দেশীয় আরেক সংবাদমাধ্যম Cricfrenzy এ বিষয়ে জানতে সালাউদ্দিনের সাথে কথা বলেছে। 

তিনি গতকাল বিকেলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, সাকিব দেশে এসেছে কিনা সেটাই তার জানা নেই। তখন পর্যন্ত তার সাথে কথা হয়নি। তিনি এর আগ পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাকিবেরই ক্রিকেট একাডেমি ‘মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি‘ তে ছিলেন। তাই তার মিরপুরে থাকার কথা নয় সেসময়।

Screenshot: Facebook

অর্থাৎ, কোচ সালাউদ্দিনের সাথে সাকিবের অনুশীলনের দাবিটি সঠিক নয়৷ 

মূলত, ভারতের চলমান ক্রিকেট বিশ্বকাপের মাঝেপথে গতকাল (২৫ অক্টোবর) ঢাকায় ফিরে মিরপুরে অনুশীলন করেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ সংক্রান্ত খবরে কতিপয় গণমাধ্যম দাবি করেছে, কোচ সালাউদ্দিনের সাথে অনুশীলন করেছেন সাকিব। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়৷ সাকিব গতকাল বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও ক্রিকেট কোচ নাজমূল আবেদীন ফাহিমের সাথে অনুশীলন করেছেন। সালাউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি মিরপুরে ছিলেন না সেসময়, ছিলেন রূপগঞ্জে সাকিবেরই একাডেমিতে।  

সুতরাং, ঢাকায় ফিরে ক্রিকেট কোচ নাজমূল আবেদীন ফাহিমের সাথে সাকিবের অনুশীলনের তথ্যকে আরেক কোচ সালাউদ্দিনের সাথে অনুশীলনের দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img