ব্রাজিল পরপর তিনবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠা একমাত্র দল নয়, এই কৃতিত্ব আছে জার্মানিরও

সম্প্রতি, “ব্রাজিলের সর্বকালের সেরা একাদশ ঘোষণা, নেই রোনালদিনহো-নেইমার” শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল২৪’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনের বিস্তারিত অংশে যা দাবি করা হচ্ছে

ব্রাজিলই একমাত্র দল যারা পরপর তিনবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে। ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ সালে। এরমধ্যে দুই বারই শিরোপা জিতেছে। ১৯৩০ সালের পর বিশ্বকাপের আসর থেকে কখনোই বাদ পড়েনি ব্রাজিল।

উক্ত দাবিতে প্রকাশিত সংবাদ প্রতিবেদনটি দেখুন চ্যানেল ২৪

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্রাজিল পরপর তিনবার ফুটবল বিশ্বকাপ ফাইনালে উঠা একমাত্র দল নয়  বরং ব্রাজিল ছাড়াও জার্মানি (তৎকালীন পশ্চিম জার্মানি) পরপর তিনবার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলেছে।

কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ‘The New York Times’ এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৪ ডিসেম্বর  “France Is the First Country in Over 20 Years to Qualify for Consecutive World Cup Finals” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, পশ্চিম জার্মানি (বর্তমান জার্মানি) ১৯৮২, ১৯৮৬ এবং ১৯৯০ সালে টানা তিনবার ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলে।

Screenshot from ‘The New York Times’

এছাড়া, ‘Olympics’ এর অফিসিয়াল ওয়েবসাইটে “FIFA World Cup final: Records, stats and FAQs” শীর্ষক শিরোনামে গত ২৮ মে প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় জার্মানির সাবেক ফুটবল তারকা পিরে লিটবার্সকি ১৯৮২, ১৯৮৬ এবং ১৯৯০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালের স্কোয়াডে ছিলেন। অর্থাৎ, এ বছর গুলোতে জার্মানি টানা তিনবার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলেছিলো।

Screenshot from Olympics website

এছাড়া গুগলে অনুসন্ধানের মাধ্যমেও জার্মানির ১৯৮২, ১৯৮৬ এবং ১৯৯০ সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালে অংশগ্রণের সত্যতা পাওয়া যায়।

১৯৮২ সালে জার্মানি (তৎকালীন পশ্চিম জার্মানি) বনাম ইতালির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Screenshot from Google

১৯৮৬ সালে আর্জেন্টিনা বনাম জার্মানির (তৎকালীন পশ্চিম জার্মানি) মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Screenshot from Google

১৯৯০ সালে জার্মানি (তৎকালীন পশ্চিম জার্মানি) বনাম আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হয়।

Screenshot from Google

অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে এটা স্পষ্ট যে, ব্রাজিল পরপর তিনবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠা একমাত্র দল নয়।

মূলত, ইউরোপ মহাদেশের দেশ জার্মানি (তৎকালীন পশ্চিম জার্মানি) ১৯৮২, ১৯৮৬ এবং ১৯৯০ সালে টানা তিনবার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলে। আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ সালে টানা তিনবার বিশ্বকাপ ফাইনালে অংশগ্রহণ করে। কিন্তু সম্প্রতি ব্রাজিলই একমাত্র দল যারা পরপর তিনবার ফাইনালে উঠেছে শীর্ষক দাবিতে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময় ফুটবল সংক্রান্ত বিষয়ে ইন্টারনেটে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে সেসময় সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। ফ্যাক্টচেক প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে। 

সুতরাং, ব্রাজিলই একমাত্র দল যারা পরপর তিনবার ফাইনালে উঠেছে শীর্ষক দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img