নোরা ফাতেহির বাংলাদেশী অভিনেতাকে চড় মারার দাবিটি বিভ্রান্তিকর

সম্প্রতি “বাংলাদেশের অভিনেতাকে চড় মেরেছেন বলিউডের নোরা ফাতেহি” শীর্ষক শিরোনামে একটি তথ্য গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রচারিত এমন কিছু প্রতিবেদন দেখুন চ্যানেল২৪, বিজয় টিভি

ইউটিউবের অন্যান্য চ্যানেলে প্রচারিত প্রতিবেদন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের অভিনেতাকে নোরা ফাতেহির চড় মারার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং নোরা ফাতেহি কাকে চড় মেরেছিলেন তা তিনি নিজেই প্রকাশ করেননি। 

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় টিভি Sony এর ইউটিউব চ্যানেল Set India তে ২৮ নভেম্বর “The Kapil Sharma Show Season 2। Laughter Punch With An Action Hero Team। Ep281। 20 Nov, 2022” শীর্ষক শিরোনামে প্রচারিত নোরা ফাতেহির সাক্ষাৎকারের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ২৯ মিনিট ৪৭ সেকেন্ডে নোরা ফাতেহি বলেন, আমার প্রথম সিনেমার সময় আমরা বাংলাদেশের সুন্দরবনে শুটিংয়ের সময় এক সহ অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমি তাকে চড় মারি এবং তিনিও আমাকে পাল্টা চড় মারেন। আমি তাকে পুনরায় চড় মারলে তিনি আমার চুল টেনে ধরেছিলেন। তারপর আমাদের মধ্যে বিশাল যুদ্ধ বেঁধে গেল। পরে পরিচালক এসে তা থামান।’

তবে এখানে নোরা ফাতেহি তার এই সহ অভিনেতা কে ছিলেন এই বিষয়ে কিছু বলেননি। এছাড়া অন্য কোনো বিশ্বস্ত গণমাধ্যম সূত্রেও তিনি কাকে চড় মেরেছিলেন এই সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অপরদিকে অনুসন্ধানে জানা যায়, নোরা ফাতেহির প্রথম সিনেমা-যেটি তিনি সুন্দরবনে অভিনয় করেছিলেন-সেটির নাম Roar The Tigers of Sundarbans৷ 

এই সিনেমাটিতে অভিনয় করা শিল্পীদের তালিকা বিশ্লেষণ করে কোনো বাংলাদেশী অভিনেতার নাম খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, সিনেমাটিতে কোনো বাংলাদেশী অভিনেতা অভিনয় করেননি।

এছাড়া চ্যানেল২৪ ও বিজয় টিভির প্রতিবেদন দুইটি বিশ্লেষণ করে দেখা যায়, চ্যানেল২৪ তাদের প্রতিবেদনের শিরোনামে বাংলাদেশী অভিনেতাকে চড় মারার কথা উল্লেখ করলেও প্রতিবেদনটির ভিতরে গণমাধ্যমটি নোরা ফাতেহিকে উদ্ধৃত করে জানায়, এই সহ অভিনেতা কে ছিলেন এই সম্পর্কিত কোনো তথ্য তিনি দেননি৷ 

একইভাবে বিজয় টিভির প্রতিবেদনের ১ মিনিট ১৭ সেকেন্ডে নোরা ফাতেহি বাংলাদেশের সহ অভিনেতাকে চড় মারার কথা উল্লেখ করা হলেও একই প্রতিবেদনের ২ মিনিট ২৪ সেকেন্ড সময়ে নোরা ফাতেহিকে উদ্ধৃত করে জানায়, এই সহ অভিনেতা বাংলাদেশের না ভারতের ছিলেন এই সম্পর্কিত কোনো তথ্য তিনি দেননি৷

মূলত, সম্প্রতি ভারতের জনপ্রিয় দ্য কপিল শর্মা শো’ এ নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারের জন্য অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে নোরা ফাতেহি এসেছিলেন। শো’র একপর্যায়ে কপিলের সঙ্গে আলাপে নোরা বলেন, বাংলাদেশে তার প্রথম সিনেমার শুটিং করার সময় এক সহ অভিনেতা তার সঙ্গে খারাপ আচরণ করায় তিনি তাকে চড় মারেন এবং সেই সহ অভিনেতাও তাকে পাল্টা চড় মারেন। তবে এই সহ অভিনেতা কে ছিল এই বিষয়ে তিনি শোতে কোনো তথ্য দেননি। কিন্তু তার এই বক্তব্যটিই পরবর্তীতে নোরা ফাতেহি বাংলাদেশের অভিনেতাকে চড় মারার দাবিতে গণমাধ্যমে প্রচারিত হয়।

সুতরাং, বাংলাদেশের অভিনেতাকে নোরা ফাতেহির চড় মারার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়; এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img