“এই লোক নিজেই নিজের সব দাঁত তুলে গার্লফ্রেন্ড এর জন্য দাঁত দিয়ে নেকলেস বানিয়েছে। ভালোবাসা মানুষকে শুধু অন্ধ না ফোকলা ও বানিয়ে দেয়” শীর্ষক শিরোনামে কয়েকটি ছবি সম্বলিত একটি তথ্য বিগত কয়েক বছর যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে প্রচার হয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

একই দাবিতে বিগত সময়ে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
সামাজিক মাধ্যম ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে।
ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিজ দাঁত তুলে ফেলে সেই দাঁত দিয়ে তৈরি নেকলেস প্রেমিকাকে উপহার দেওয়ার ঘটনাটি সত্য নয় বরং এটি নিছক মজার ছলে করা, সত্য কোনো ঘটনা নয়।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ২০২১ সালের ৩১শে অক্টোবর ‘Mostafa Soliman EL Sayed’ নামক ফেসবুক একাউন্টে প্রকাশিত আলোচ্য ছবি দুইটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে তিনি উল্লেখ করেন, (আরবিতে – بجد من اجمل معاني الحب اللي شوفتها في حياتي انك تخلع كل سنانك و ضروسك وتهديها للانسانة اللي بتحبها )। “সত্যিই আমার জীবনে দেখা ভালবাসার সবচেয়ে সেরা উপায় হল, আপনার সবগুলা দাত খুলে আপনার ভালবাসার মানুষকে দিয়ে দেওয়া।” (অনুবাদিত)।
এছাড়া, ‘Mostafa Soliman EL Sayed’ নামক ঐ ব্যক্তি নিজ টাইমলাইনে একই বিষয়ে একাধিক ফেসবুক পোস্ট করেন। পোস্টগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।

পরবর্তীতে, পৃথকভাবে দাঁতের নেকলেস স্বরূপ ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে বিভিন্ন জুয়েলারি শপের ওয়েবসাইটে আলোচিত ছবিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

‘Buzzfeed’ নামক একটি মিডিয়া ওয়েবসাইটে “12 Accesorios hechos con partes del cuerpo humano para amantes de lo macabro”(স্প্যানিশ) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, হস্ত ও কারুশিল্প বিষয়ক ই-কমার্স প্লাটফর্ম ‘Esty’ তে এটি বিক্রি করা হচ্ছে’। ‘Esty’ এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দাঁত সদৃশ বিভিন্ন জুয়েলারির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

উক্ত ঘটনাটির সম্পর্কে জানতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে ‘Mostafa Soliman EL Sayed’ এর ভেরিফাইড ফেসবুক একাউন্টে যোগাযোগ করা হলে তিনি জানান, “নিজ দাঁত দিয়ে নেকলেস বানিয়ে উপহার দেওয়ার ঘটনাটি সত্য নয় এবং এটি সম্পূর্ণই ট্রল ছিলো”। সেই সাথে আলোচ্য ছবি দুইটির মধ্যে প্রথমটি তিনি ইন্টারনেট থেকে সংগ্রহ করে প্রকাশ করেছে এবং দ্বিতীয়টি তার নিজের বিকৃত করা ছবি বলে নিশ্চিত করেন।

মূলত, মোস্তফা সলিমান এল সায়েদ মিশরের একজন অভিনেতা। নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে তিনি আলোচ্য ছবি দুইটি সংযুক্ত করে লেখেন “সত্যিই, আমার জীবনে দেখা ভালোবাসার সবচেয়ে সেরা উপায় হল, আপনার সবগুলা দাত খুলে আপনার ভালবাসার মানুষকে দিয়ে দেওয়া।” (আরবিতে – بجد من اجمل معاني الحب اللي شوفتها في حياتي انك تخلع كل سنانك و ضروسك وتهديها للانسانة اللي بتحبها )। এরপর থেকেই ছবি দুইটি বিভ্রান্তিকরভাবে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ অক্টোবরে “اللي معاه ربنا ميخافش”(আরবিতে) শীর্ষক ক্যাপশনে একটি ছবি আপলোড করেন।

উক্ত ছবিতে তার দাঁত স্পষ্ট দেখা যাচ্ছে বিধায় এটি পরিষ্কারভাবে বলা যায়, তিনি তার দাঁত গুলো তুলে ফেলেননি।
সুতরাং, ইন্টারনেট থেকে সংগৃহীত একটি ছবি ও বিকৃত করা একটি ছবি ট্রলের উদ্দেশ্যে প্রকাশ করার ঘটনা পরবর্তী ‘নিজের সব দাঁত তুলে প্রেমিকার জন্য দাঁতের নেকলেস বানিয়ে উপহার দেওয়ার ঘটনা’ দাবিতে সামাজিক মাধ্যমগুলোতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Mostafa Soliman EL Sayed’s Facebook Post
- Jewellery Shop Website
- Buzzfeed Website
- Mostafa Soliman EL Sayed’s Statement to Rumor Scanner
- Mostafa Soliman EL Sayed’s Facebook Post