তাসনিম জারার বাড়িতে অভিযান চালিয়ে ২৬ কোটি টাকা উদ্ধারের দাবিটি ভুয়া 

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার বাসা থেকে ২৬ কোটি টাকা উদ্ধার করা হয়েছে শীর্ষক দাবি সম্বলিত একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)। 

পাশাপাশি, তাসনিম জারার বাসা থেকে ১৬ কোটি টাকা উদ্ধার করা হয়েছে দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম জারার বাড়িতে সেনাবাহিনী কোনো অভিযান পরিচালনা করেননি এবং ২৬ কোটি টাকা উদ্ধারও করেননি। প্রকৃতপক্ষে, পুরোনো ও ভিন্ন ভিন্ন স্থানে সেনাবাহিনীর অভিযানের ভিডিও মিলিয়ে একটি ভিডিও তৈরি করে এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে দেশিয় সংবাদমাধ্যম ‘Barta24’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৩ আগস্ট “গণভবন থেকে লুট করা টাকা উদ্ধার করলো সেনাবাহিনী” শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। 

Video Comparison: Rumor Scanner 

পরবর্তী অনুসন্ধানে, একই তারিখে দেশিয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৪ নভেম্বর প্রকাশিত সেনাবাহিনীর অভিযান সংক্রান্ত বিষয়ে আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর দৃশ্যের সঙ্গেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাংশের মিল রয়েছে।

Video Comparison: Rumor Scanner 

অর্থাৎ, উপরোক্ত বিশ্লেষণে এতটুকু নিশ্চিত যে, সেনাবাহিনীর ভিন্ন ভিন্ন অভিযানের পুরোনো ফুটেজ সংগ্রহ করেই আলোচিত দাবি সংক্রান্ত ভিডিওটি সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

এছাড়া, আলোচিত দাবিতে ২৬ কোটি টাকা উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশিয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত একাধিক (আরটিভি, বিডিনিউজ২৪) প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার পুরান ঢাকার বাসা থেকে নগদ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর, প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

স্বাভাবিকভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার বাড়িতে এ ধরনের কোনো অভিযান হলে সে বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হতো। তবে সাম্প্রতিক সময়ে দেশিয় গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে তাসনিম জারার বাড়িতে এরুপ অভিযানের কোনো খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, পূর্বেও ২৬ কোটি টাকা উদ্ধার সংক্রান্ত বিষয়ে ভিন্ন ভিন্ন দাবিতে ইন্টারনেটে ভিডিও প্রচারের পর দাবি গুলোকে (, ) মিথ্যা হিসেবে শনাক্ত  ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, এনসিপি নেত্রী ডা. তাসনিম জারার বাড়িতে বিশেষ অভিযান এবং ২৬ কোটি টাকা উদ্ধারের দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img