এনসিপি নেত্রী তাসনিম জারার ছবি দাবিতে ভিন্ন নারীর সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ছবি দাবিতে একটি অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ছবিটিতে তাকে একট সমুদ্র(সদৃশ) উপকূলে পানির ওপর থাকা একটি পাথরে হেলান দিয়ে বসে থাকতে দেখা যায়। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি ডা. তাসনিম জারার নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন একজন নারীর ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম পিন্টারেস্ট-এ প্রচারিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner 

উক্ত ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ছবিতে থাকা তাসনিম জারার চেহারা ব্যতীত উভয় ছবির বাকি সকল উপাদানের হুবহু মিল রয়েছে। 

এছাড়াও ‍উক্ত পিন্টারেস্ট অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে একই পোশাকে ওই নারীর আরও দুটি ছবির সন্ধান পাওয়া যায়। ছবিগুলো দেখুন এখানে এবং এখানে। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, Glendydelvalle নামের পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে প্রচারিত নারীর ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত নারীর মুখমণ্ডলের  জায়গায় তাসনিম জারার মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Pinterest Account Post
  • Pinterest Account Post
  • Pinterest Account Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img