জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী এই কর্মসূচিতে দেশের ৬৪টি জেলা সফর করছেন দলটির শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে আজ বুধবার গোপালগঞ্জে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে আজ মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, গোপালগঞ্জে প্রবেশের সময় গাড়ি এক্সিডেন্টে চালক সহ এনসিপির দুইজন কেন্দ্রীয় নেতা নিহত হয়েছেন।

উক্ত দাবির কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গোপালগঞ্জে প্রবেশকালে সড়ক দুর্ঘটনায় এনসিপি দুই নেতার মৃত্যু সংক্রান্ত দাবিটি সঠিক নয় বরং গোপালগঞ্জে এমন কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন এই পদযাত্রার সঙ্গে থাকা একাধিক সাংবাদিক।
এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি। জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতাদের গোপালগঞ্জের কর্মসূচী সংক্রান্ত একাধিক পোস্ট (১, ২) ফেসবুকে পাওয়া গেলেও তাদের কোনো নেতা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন এমন কোনো দাবি করতে দেখা যায়নি।
এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এনসিপির এই পদযাত্রার খবর সংগ্রহে যাওয়া সাংবাদিক হাসান শিকদারের সাথে কথা বলেছে রিউমর স্ক্যানার। তিনি জানান, এমন কোনো ঘটনা ঘটেনি।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতও রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন, এমন কিছু ঘটেনি। এটি গুজব।
তবে আজ সকালে শহরের উলপুর ইউনিয়নের উলপুর- দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হওয়ার খবর এসেছে গণমাধ্যমে।
সুতরাং, পদযাত্রার উদ্দেশ্যে গোপালগঞ্জে প্রবেশকালে সড়ক দুর্ঘটনায় এনসিপির দুই নেতা নিহত হয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Statement from Journalist
- Statement from Saleh Uddin Sifat
- Prothom Alo: গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন