নাটোরের পুলিশ সুপার আবু সাঈদকে নেশাখোর বলে মন্তব্য করেননি 

সম্প্রতি, ‘আবু সাইদ ছিলো একজন নেশাখোর। নেশায় বুধ হয়ে ছিলো। পাশেই ছিলো হাসপাতাল ৫ মিনিটের পথ। হাসপাতালে না নিয়ে নেশাখোর আবু সাঈদকে কোথায় নিয়ে হত্যা করেছে ঐ তথাকথিত সমন্বয়করা।  নিরস্ত্র আবু সাঈদকে আমি পুলিশ গুলি করতে পারিনা।’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) , এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাটোরের পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন আবু সাঈদকে নেশাখোর বলে অভিহিত করেননি এবং সমন্বয়করাই তাকে হত্যা করেছে বলেও মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, গেল বছরের সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে তিনি আবু সাঈদের ওপর পুলিশের গুলি চালানোর সমালোচনা করে মন্তব্য করেন। উক্ত বক্তব্যের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ফেসবুক পেজে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ‘নিরস্ত্র আবু সাঈদকে আমি পুলিশ গুলি করতে পারিনা: নাটোর পুলিশ সুপার | DBC NEWS’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

Comparison: Rumour Scanner

উক্ত ভিডিওতে পুলিশ সুপারকে বলতে দেখা যায়, “আবু সাঈদকে যে গুলি করেছে ২ জন, ৫ জন বা ২০ জন না, একজন পুলিশ গুলি করেছে। একজন পুলিশের গুলির কারণে ৫ তারিখ ঘটেছে বলা যায়। পুলিশের গুলি করার সাথে আমরা কোনো পুলিশ একমত না। কারণ আমাদের আইনেই বলা আছে, তাকে ওই মুহুর্তে গুলি করা যাবে না। কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে না, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্রও নাই। তার হাতে একটা গাছের ডাল ছিল, সে দুই হাত মেলে দিয়েছিল তার আবেগ থেকে। আমি পুলিশ, অনেক জায়গায় প্রশিক্ষণ নিয়েছি আমরা। আমি গুলি করতে পারি না কোনোভাবেই। গুলি করা যাবে, তার নির্দিষ্ট নিয়ম আছে। যখন আমার জীবন ছিনিয়ে নিচ্ছে, অথবা তার দ্বারা জখম হওয়ার সম্ভাবনা থাকলে, এগুলোর কিছুই আবু সাঈদ করেনি। যেই পুলিশ আবু সাঈদকে গুলি করেছিল তার ওই কাজটা কোন পেশাদারিত্বের মধ্যে পড়ে নাই।”

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে নাটোরের স্থানীয় গণমাধ্যম  ‘সংবাদ প্রতিক্ষণ’ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ‘নাটোর জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময়ে বক্তব্য রাখছেন, নাটোরের নবাগত পুলিশ সুপার মো:মারুফাত হুসাইন।’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৬ মিনিট ৩৯ সেকেন্ড অংশ থেকে ১০ মিনিট ৫৫ সেকেন্ড অংশের মিল রয়েছে। 

এছাড়া, উক্ত ভিডিওর কোথাও তাকে আবু সাঈদ নেশাগ্রস্ত ছিলেন অথবা সমন্বয়করা তাকে মেরে ফেলেছে এমন মন্তব্য করতে দেখা যায় নি। 

সুতরাং, নাটোরের পুলিশ সুপার আবু সাঈদকে নেশাখোর বলেছেন এবং পুলিশ নয়, সমন্বয়করা তাকে হত্যা করেছে শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img