সম্প্রতি, “নওগাঁ হিজাব নিষিদ্ধ নামাজ শেষেই চরমোনাই জিহাদে নেমেছে” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রচার করা হয়েছে।
প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি নওগাঁয় হিজাব নিষিদ্ধের কারনে চরমনাইয়ের কোনো সমাবেশের নয় বরং এটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাসহ কয়েকদফা দাবিতে গত ০১ এপ্রিল ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশের একটি ভিডিও।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ‘Qari Reduan husain official’ নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে গত ২ এপ্রিলে “জাতিয় মহা সম্মেলনে সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমোনাইর কঠিন হুংকার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই স্থানের ভিন্ন দিক থেকে ধারণ করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১৪.০৯ মিনিট হতে ১৬.০৯ মিনিট পর্যন্ত বক্তব্যের সাথে আলোচিত ২ মিনিটের ভিডিওর বক্তব্যটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। উল্লেখ্য, এই ২ মিনিটের বক্তব্যে মদের বৈধতা দান প্রসঙ্গ ও নবম দশম শ্রেণির বইয়ে ডারউইন এর মতবাদ থাকা নিয়ে সৈয়দ ফয়জুল করিম চরমোনাই এর প্রতিবাদী মন্তব্য পাওয়া যায়।
পাশাপাশি, দেশীয় সংবাদ মাধ্যম মানবজমিন, এনটিভি এবং যুগান্তরে চরমোনাই পীরের সমাবেশ নিয়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়।
মূলত, গত ০১ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলিস্তানের শহিদ মতিউর রহমান পার্কে একটি মহাসমাবেশের আয়োজন করে ইসলামি আন্দোলন বাংলাদেশ। উক্ত মহাসমাবেশ চলাকালে ধারণকৃত একটি ভিডিও বর্তমানে ইউটিউবে এবং ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় ফেসবুকে নওগাঁয় হিজাব নিষিদ্ধের অভিযোগে চরমোনাই সমর্থকদের প্রতিবাদ দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি নওগাঁয় স্কুলে হিজাব পরে আসায় এক শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের মারধরের অভিযোগ উঠে। তবে উক্ত অভিযোগ অস্বীকার করে ঐ শিক্ষিকা জানান হিজাব নয় বরং স্কুল ড্রেস না পরে আসার কারণে তিনি ছাত্রীদের শাসিয়েছেন। উক্ত ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
সুতরাং, গত ১ এপ্রিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাসহ কয়েকদফা দাবিতে ঢাকার গুলিস্তানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ চলাকালে ধারণকৃত একটি ভিডিওকে বর্তমানে নওগাঁয় হিজাব নিষিদ্ধের অভিযোগে নামাজ শেষেই চরমোনাই সমর্থকদের প্রতিবাদ দাবিতে ইউটিউবে এবং ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: নওগাঁ হিজাব নিষিদ্ধ নামাজ শেষেই চরমোনাই জিহাদে নেমেছে
- Claimed By: Facebook Posts & YouTube
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Qari Reduan husain official: https://youtu.be/dAYH3r_riZU
- মানবজমিন- https://m.mzamin.com/article.php?mzamin=322097
- এনটিভি- https://youtu.be/KBtJOG_cGDk
- যুগান্তর-https://www.jugantor.com/todays-paper/last-page/536944/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%B9-%E0%A7%A7%E0%A7%AB-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AA%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0
- Banglanews24: https://www.banglanews24.com/national/news/bd/923277.details