মুসলিম ব্যক্তিদের লাশের ছবিকে হিন্দু দাবিতে অপপ্রচার

সম্প্রতি, “বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সদস্য টাঙ্গাইল জেলার এই দুই ভাই মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করায় বিএনপি জামাত শিবিরের লোকজনরা রাতে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাদের পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ বিএনপি জামাত শিবিরের লোকজনদের বিরুদ্ধে মামলা নিবে না বলে ওদেরকে পাঠিয়ে দেয়। তার ২ দিন পর জেলা পরিষদের পাশে বিলে এই দুই জনের লাশ পাওয়া যায়।..” শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 

একই ছবিটি হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদ করায় দুজন বাংলাদেশি হিন্দুকে হত্যা করা হয়েছে দাবিতে এক্সেও বিভিন্ন ভারতীয় এবং বাংলাদেশী অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এ দাবি সম্বলিত কিছু পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত কিছু পোস্ট এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দুটি মরদেহ সম্বলিত প্রচারিত ছবিটি কোনো হিন্দু ব্যক্তির কিংবা টাঙ্গাইলের কোনো ঘটনার ছবি নয় এবং এ ছবির সাথে প্রচারিত দাবিগুলোও মিথ্যা। প্রকৃতপক্ষে, ছবির মৃত ব্যক্তিদ্বয় মুসলিম এবং ছবিটি গত বছরের ডিসেম্বরে কুমিল্লা থেকে উদ্ধার হওয়া দুটি লাশের।

এ বিষয়ে অনুসন্ধানে Sayed Babu নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের ২০২৪ সালের ৮ ডিসেম্বরের একটি পোস্টে একই ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে ছবিটি যুক্ত করে লেখা হয়, “কুমিল্লার দেবিদ্বার উপ‌জেলার জাফরগঞ্জ এলাকায় নির্জন বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে‌ছে পু‌লিশ। নিহতরা হলো জাফরগ‌ঞ্জের মনিরুল ইসলাম  ও  খাগড়াছড়ি রামগড় এলাকার মোহন মিয়া।”

Comparison: Rumor Scanner 

পোস্টটি থেকে মরদেহ উদ্ধার হওয়া দুই ব্যক্তি যথাক্রমে মনিরুল ইসলাম এবং মোহন মিয়া বলে জানা যায়। 

পরবর্তীতে উক্ত ঘটনা নিয়ে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এসব সংবাদ প্রতিবেদনের তথ্যের সাথে উপরের ফেসবুক পোস্ট এর তথ্যের মিল পাওয়া যায়। বিডিনিউজ২৪ এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, “মৃতরা হলেন-দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের দুলু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) ও খাগড়াছড়ির রামগড় উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের রহুল আমিন মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫)।”

উক্ত ঘটনার উপর এনটিভি এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার (৮ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন দেবিদ্বার জাফরগঞ্জ এলাকার মনিরুল ইসলাম ও অন্যজন হলেন খাগড়াছড়ি রামগঞ্জ এলাকার মোহন মিয়া। নিহত দুজনেই ইন্টারনেটের বিল উত্তোলনসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মো. শাহিন জানান, এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখন বলা সম্ভব না। তবে অনেকগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।”

অর্থাৎ, প্রচারিত ছবিটির মৃত দুজন ব্যক্তিই ইসলাম ধর্মের এবং তাদের মরদেহ গত বছর ডিসেম্বরে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছিল। 

সুতরাং, হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদ করায় টাঙ্গাইলে দুজন হিন্দু ব্যক্তিকে অপহরণের পর হত্যা করে লাশ বিলে ফেলে রাখা হয়েছে বলে প্রচারিত দাবিগুলি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img