সম্প্রতি, “এইমাত্র সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন” শিরোনাম সহ ভিন্ন বেশকিছু শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়া, ‘24 News BD‘ নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল হতে “এইমাত্র মুসকান খানকে ৩ কোটি টাকা দিয়ে সাহায্য করল কিম জং উন! কেঁদে যা বলল মুসকান!” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ভারতে হিজাব বিতর্কে আলোচিত তরুণী মুসকান খান সম্পর্কে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কর্তৃক বক্তব্য দেওয়া এবং আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বানোয়াট এবং মিথ্যা।
বিষয়টির সত্যতা নিশ্চিতে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘KCNA‘-এ অনুসন্ধান করে এই সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, KCNA এর ওয়েবসাইটে রাষ্ট্রপতি কিম জং উন এর কার্যকলাপ সংক্রান্ত একটি নিবন্ধ পাওয়া যায়। সেখানে চলতি ফেব্রুয়ারি মাসে চারটি কার্যকলাপ পাওয়া গেলেও মুসকান কিংবা ভারত সংক্রান্ত কোন তথ্য সেখানে খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক কোন সংবাদমাধ্যমেও এ সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
মূলত, কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই আলোচিত তরুণী মুসকান খান ও উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন’কে জড়িয়ে বানোয়াট ও ভিত্তিহীন তথ্যটি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন যাবত ভারতের কর্ণাটকে হিজাব বিতর্ক চড়াও হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে কর্ণাটক হাইকোর্টে শুনানি চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কর্ণাটকে কলেজে কোনো রকমের ধর্মীয় পোশাক পরা থেকে আপাতত বিরত থাকতে বলেছে কর্ণাটক হাইকোর্ট। অর্থাৎ, যতদিন পুরো বিষয়টি আইন প্রক্রিয়ার মধ্যে রয়েছে, ততদিনের জন্য ধর্মীয় পোশাক পরা থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে বলা হয়েছে এবং এই ঘটনায় আগামীকাল অর্থাৎ বুধবার পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেছেন হাইকোর্ট।

উল্লেখ্য, রিউমর স্ক্যানার কর্ণাটকের হিজাব বিতর্ককে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একাধিক গুজব শনাক্ত করে ইতিমধ্যে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কর্তৃক মুসকান খান সম্পর্কে বক্তব্য দেওয়া এবং ৩ কোটি টাকা দিয়ে সাহায্য করা শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: এইমাত্র সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- KCNA: https://www.kcna.kp/kcna.user.home.retrieveHomeInfoList.kcmsf
- KCNA: https://www.kcna.kp/kcna.user.special.getArticlePage.kcmsf
- India TV News: https://www.indiatvnews.com/news/india/hijab-controversy-live-updates-karnataka-high-court-hearing-udupi-schools-colleges-muslim-girls-hijab-news-video-15th-february-2022-2022-02-15-759675