আর্থিক সহায়তা চাওয়া শিশুর তথ্য ব্যবহার করে ভিন্ন নাম্বার যুক্ত করে আর্থিক প্রতারণা

সম্প্রতি, ‘শুধুমাত্র ১টি শেয়ার ভিক্ষা চাইছি। ১টা শেয়ার করুন আপনাদের পায়ে ধরি।দয়া করে কেও এড়িয়ে যাবেন না।আমি আজ প্রথম আপনাদের কাছে এক নিষ্পাপ বাচ্চার চিকিৎসার জন্য সাহায্য কামনা করছি।‘ শীর্ষক শিরোনামে কিছু ছবি সংযুক্ত করে মুনতাহা তুবা নামের এক শিশুর জন্য মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মুনতাহা তুবা নামে প্রচারিত আর্থিক সহায়তার আবেদনটি সত্য হলেও এতে উল্লিখিত বিকাশ নাম্বারটি মুনতাহা তুবার চিকিৎসার আর্থিক সাহায্য পাঠানোর জন্য প্রকৃত নাম্বার নয় বরং তুবার জন্য সহায়তা পাঠানোর মূল বিকাশ নাম্বারটি পরিবর্তন করে প্রতারণার উদ্দেশ্যে পোস্টটিতে নতুন বিকাশ নাম্বার সংযুক্ত করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, Monirul Islam Jony নামের একটি ফেসবুক আইডি হতে গত ২১ জানুয়ারিতে প্রচারিত একটি পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Maruf Hasan নামের একটি ফেসবুক আইডি থেকে ২০২১ সালের ০৪ ডিসেম্বরে একটি ‘মানবিক সাহায্যের আবেদন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত পোস্টে একই তথ্য ও ঐ শিশুর ভিন্ন আরো ছবি খুঁজে পাওয়া যায়।

মূলত, মারুফ হাসান ও তাসলিমা খাতুন দম্পতির শিশু কন্যা মুনতাহা তুবা। মারুফ ও তাসলিমা দুইজনই ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থী। তাদের কন্যা মুনতাহা তুবা বিলিয়ারি এট্রেশিয়া সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে সর্বশেষ সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ছিলেন। তুবার লিভার ট্রান্সপ্লান্ট অপারেশনের জন্য ২৫-২৬ লাখ টাকার প্রয়োজন ছিলো। যা মেডিকেল পড়ুয়া বাবা-মায়ের পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। তাই তারা ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের কন্যা তুবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন করেছিলেন। কিন্তু সর্বশেষ গত ২১ জানুয়ারি বিকেল ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় তুবা মারা যায়।

২০২১ সালের ০৪ ডিসেম্বরে তুবার বাবা মারুফ হাসান তার ফেসবুক আইডি হতে মুনতাহা তুবার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন উল্লেখ করে মানবিক সাহায্যের আবেদন জানিয়ে নিজের বিকাশ নাম্বারসহ একটি পোস্ট করেন। এরপরই মুনতাহা তুবার জন্য মানবিক সাহায্যের আবেদনের পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে তুবার চিকিৎসার তথ্য ও ছবি দিয়ে কেবল বিকাশ নাম্বার পরিবর্তন করে কিছু ফেসবুক আইডি ও পেজ হতে ভিন্ন ভিন্ন পোস্ট প্রচার করা হয় (আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।), যা রিউমর স্ক্যানার টিমের নজরে আসে।

আর্থিক

বিষয়টি অধিক নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানার টিম মুনতাহা তুবার বাবা মারুফ হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘তার বিকাশ পারসোনাল নাম্বার ব্যতীত তুবার চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য ছড়িয়ে পড়া বাকি বিকাশ নাম্বারগুলো থেকে অর্থ সংগ্রহের ব্যাপারে তিনি অবগত নন। কেবল তার পারসোনাল বিকাশ নাম্বার দিয়েই তিনি আর্থিক সহায়তা সংগ্রহ করেছেন।’

তবে, সাম্প্রতিক সময়ে মুনতাহা তুবার ছবি ও চিকিৎসার তথ্য ব্যবহার করে তুবার বাবার ব্যক্তিগত বিকাশ নাম্বার পরিবর্তন করে নতুন বিকাশ/রকেট নাম্বার সংযুক্ত করে তুবার চিকিৎসার জন্য মানবিক সাহায্যের প্রয়োজন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এছাড়া, আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত বিকাশ ও নগদ (01873432926, 01824473561) নাম্বারে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, সামাজিক মাধ্যম ফেসবুকে বিগত কিছুদিন যাবত শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করে প্রায় একই ধরণের শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার হয়ে আসছে।

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে রোগাক্রান্ত শিশু মুনতাহা তুবার জন্য আর্থিক সহায়তার আবেদনমূলক পোস্টের প্রকৃত বিকাশ নাম্বার পরিবর্তন করে নতুন বিকাশ নাম্বার সংযুক্ত করে তুবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আমি আজ প্রথম আপনাদের কাছে এক নিষ্পাপ বাচ্চার চিকিৎসার জন্য সাহায্য কামনা করছি
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Monirul Islam Jony FB Post: https://www.facebook.com/story.php?story_fbid=3162814360663091&id=100008036737165 Archive Link – https://perma.cc/YTF7-N3X7
  2. Maruf Hasan FB Post: https://www.facebook.com/Hasan.Maruf.1226/posts/604884437415776 Archive LInk- https://perma.cc/A3TM-VN7T
  3. Maruf Hasan FB Post: https://www.facebook.com/Hasan.Maruf.1226/posts/633208641250022 Archive link – https://perma.cc/U7VW-WEUK
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img