ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের একমাত্র নোবেল বিজয়ী সরকারপ্রধান নন  

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের একমাত্র নোবেল বিজয়ী সরকারপ্রধান।

বিশ্বের একমাত্র নোবেল

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের একমাত্র নোবেল বিজয়ী সরকারপ্রধান নন। 

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে গত ০৯ আগস্ট দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর ‘Before Muhammad Yunus, Nobel laureates who went on to lead their country’ শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও অন্তত ৫ জন ব্যক্তি নোবেল পুরস্কার পাওয়ার পর সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। এছাড়াও,  যুক্তরাষ্ট্রের নোবেল বিজয়ী চারজন প্রেসিডেন্টের মধ্যে তিনজনই দায়িত্বরত অবস্থায় নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়া অনেকেই আছেন যারা দায়িত্ব পালন শেষে অথবা দায়িত্বরত অবস্থায় নোবেল পুরস্কার পেয়েছেন।

অর্থাৎ, ড. মুহাম্মদ ইউনূসই নোবেল বিজয়ী একমাত্র সরকারপ্রধান নন। তিনি ছাড়াও আরও কিছু সংখ্যক নোবেল বিজয়ী ব্যক্তি সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন।

সুতরাং, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বে একমাত্র নোবেল বিজয়ী সরকারপ্রধান শীর্ষক প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img