বৃহস্পতিবার, মে 22, 2025

ভিন্ন ঘটনার ছবি ও ভিডিও ব্যবহার করে দেশের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার

সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন লেখা অবধি টিকটকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লক্ষ বারেরও বেশি। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৫ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ৮ শত বারের বেশি শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, শেখ হাসিনার সাথে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের দিনের ছবি এবং গত বছরের ৫ আগস্ট ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধানের রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার ভিডিও প্রতিবেদনের ফুটেজ ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।


অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মূল ধারার গণমাধ্যম আরটিভির লোগো যুক্ত ফুল হাতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও শেখ হাসিনার একটি ছবি এবং আরেক গণমাধ্যম ডিবিসি নিউজের লোগো যুক্ত একটি ভিডিও রয়েছে।

ডিবিসির লোগো যুক্ত ভিডিওতে দাবি করা হয়, ক্ষমতা হস্তান্তর, ক্ষমতা নিয়েছেন সেনাপ্রধান। সেনা শাসন যতক্ষণ থাকবে, যতদিন থাকবে এবং এর মধ্যে কোন সরকার থাকবে, কিভাবে থাকবে সেটি ঠিক করার জন্য তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। তাদের নিয়েই ঠিক হবে এই সরকার কাদের নিয়ে গঠিত হবে।

শেখ হাসিনা ও সেনা প্রধান ওয়াকার-উজ-জামানের ছবি যাচাই

এই বিষয়ে অনুসন্ধানে আরটিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৩ জুন ‘সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ওয়াকার-উজ-জামান | Waker-uz-Zaman | Rtv News’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর একটি ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত এই ছবির মিল রয়েছে। প্রতিবেদনের একটি ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

দৈনিক আমাদের সময় এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৩ জুন ‘সেনাপ্রধানের দায়িত্বে ওয়াকার-উজ-জামান’ শীর্ষক শিরোনমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ২৩ জুন গণভবনে নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থাৎ, এই ছবির সাথে  আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

ডিবিসির লোগো যুক্ত ভিডিও যাচাই

এই বিষয়ে অনুসন্ধানে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৫ আগস্ট ‘সকল দলের নেতাদের নিয়ে বঙ্গভবনে যাচ্ছেন সেনাপ্রধান | DBC NEWS’ শীর্ষক ক্যাপশনে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

ভিডিও প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ৫ আগস্ট সেনাসদরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর তাদের নিয়ে সরকার কীভাবে গঠন করা হবে, তা ঠিক করার জন্য বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এই ভিডিওর ফুটেজ নিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।


অর্থাৎ, এটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। এটি ২০২৪ সালের ৫ আগস্টের ভিডিও।

সুতরাং, সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের দিনের গণভবনের ছবি এবং ২০২৪ সালের ৫ আগস্টের ভিডিও প্রতিবেদন ব্যবহার করে সম্প্রতি শেখ হাসিনা সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img