সম্প্রতি “আজকের হাইকোর্টের নির্দেশনায় বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নিচ্ছে Pubg, free fire, Likee,Bigo live, tiktok” শীর্ষক শিরোনামে একটি তথ্য মহামান্য রাষ্ট্রপতি এবং দৈনিক ডেইলি স্টারের বরাত দিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, টিকটক, পাবজি সহ এধরণের এপ্লিকেশন বন্ধ নিয়ে আজকে হাইকোর্ট থেকে কোন নির্দেশনা দেয়া হয়নি এবং ডেইলি স্টারও আজ এরকম কোন সংবাদ প্রচার করেনি।
মূলত, ‘রাষ্ট্রপতি আব্দুল হামিদ’ নামক একটি ভুয়া ফেসবুক পেজ থেকে প্রথম তথ্যটি পোস্ট করার পর তা দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং কিছু আইডি থেকে মহামান্য রাষ্ট্রপতিকে সূত্র উল্লেখ ভুয়া পেজটির স্ক্রিনশট ব্যবহার করে তথ্যটি আরো ছড়াতে থাকে। তথ্যটিতে ডেইলি স্টারকে প্রথম সূত্র ব্যবহার করা হলেও এরকম কোন সংবাদ ডেইলি স্টারের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায় নি।
এ ব্যাপারে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ডেইলি স্টার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ডেইলি স্টারের বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তজা বলেন,
“এরকম কোন তথ্য ডেইলি স্টারের বাংলা বা ইংরেজি কোন বিভাগই প্রচার করেনি। তবে গত ১৬ আগস্ট অনলাইনে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক লাইকি, বিগো লাইভসহ ক্ষতিকারক সব গেম ও লাইভ স্ট্রিমিং অ্যাপ বন্ধে হাইকোর্টের নির্দেশনা সংক্রান্ত আদেশটি ডেইলি স্টার প্রচার করেছিল।”
উল্লেখ্য, গত ১৬ আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম হতে পাবজি ও ফ্রি ফায়ারের গেমের লিংক-গেটওয়ে তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এবং পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, লাইকি, বিগো লাইভসহ ক্ষতিকারক সব গেম ও লাইভ স্ট্রিমিং অ্যাপ দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

অর্থাৎ, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর বরাতে প্রচারিত ‘বাংলাদেশ থেকে পাবজি, টিকটক সহ বাকি এপ্লিকেশন গুলোর চিরবিদায়’ সম্পর্কিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আজকের হাইকোর্টের নির্দেশনায় বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নিচ্ছে Pubg, free fire, Likee,Bigo live, tiktok
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]