বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

১৬৩ বছর নয়, টাইটানিক ডুবে যাওয়ার সাড়ে ১১২ বছর পর এর নির্মাতা প্রতিষ্ঠানের দেউলিয়া ঘোষণা

বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিক নির্মাণকারী প্রতিষ্ঠান হারল্যান্ড অ্যান্ড উল্ফ সম্প্রতি অর্থায়ন পেতে ব্যর্থ হয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশি কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, আটলান্টিকের বুকে টাইটানিক ডুবে যাওয়ার ১৬৩ বছর পর কোম্পানিটি দেউলিয়া হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখুন কালের কণ্ঠ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বিডি টুডে

টাইটানিক ডুবে

উক্ত দাবিতে ওপার বাংলায়ও সংবাদ প্রকাশ করা হয়। উক্ত দাবিতে ওপার বাংলায় প্রকাশিত সংবাদ দেখুন আনন্দবাজার পত্রিকা, বঙ্গবার্তা, আসাম নিউজ১৮

বাংলাদেশি সংবাদমাধ্যমগুলো মূলত আনন্দবাজার পত্রিকার বরাতেই উক্ত দাবিটি প্রচার করেছে।

উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আটলান্টিকের বুকে টাইটানিক ডুবার ১৬৩ বছর হয়নি, বরং টাইটানিক নির্মাণকারী প্রতিষ্ঠান হারল্যান্ড অ্যান্ড উল্ফ প্রতিষ্ঠার প্রায় ১৬৩ বছর হয়েছে। অপরদিকে এখন পর্যন্ত (২০২৪) টাইটানিক ডুবে যাওয়ার প্রায় ১১২ বছর অতিক্রম হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, টাইটানিক তার প্রথম যাত্রায় যাত্রা শুরুর মাত্র প্রায় চারদিন পরই ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল। অর্থাৎ, এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি (২০২৪) টাইটানিক ডুবে যাওয়ার পর প্রায় সাড়ে ১১২ বছর অতিক্রম হয়েছে।

টাইটানিক ডুবে যাওয়ার ১৬৩ বছর অতিক্রম না হলেও টাইটানিক নির্মাণকারী প্রতিষ্ঠান হারল্যান্ড অ্যান্ড উল্ফ প্রতিষ্ঠার ১৬৩ বছর অতিক্রম হয়েছে। স্যার এডওয়ার্ড জেমস হারল্যান্ড ও গুস্তাভ উইলহেলম উল্ফের হাত ধরে ১৮৬১ সালে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। 

প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠার প্রায় ১৬৩ বছর পর লেনদেন চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থের অভাবে বা ব্যালেন্স শীটের ভিত্তিতে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে। যুক্তরাজ্যের এই জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান গত ১৬ সেপ্টেম্বর (সোমবার) জানিয়েছিল যে, তারা সম্ভাব্য আগামী কয়েক দিনের মধ্যে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করবে। এটি এমন একটি প্রক্রিয়া যা কোম্পানিগুলোকে তাদের ঋণ পরিশোধে অক্ষম হলে তাৎক্ষণিকভাবে বন্ধ না হয়ে পুনর্গঠনের সুযোগ দেয়। তবে, কোম্পানিটির প্রধান সহায়ক প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে বেলফাস্টের বিখ্যাত জাহাজ নির্মাণ কারখানা এবং আর্নিশ, মেথিল ও অ্যাপলডোরের ছোট ছোট সুবিধাগুলো অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলো দেউলিয়া প্রক্রিয়ার আওতায় নেই এবং তাদের পরিচালকদের নিয়ন্ত্রণে বাণিজ্য চালিয়ে যাবে।

সুতরাং, টাইটানিক জাহাজ ডুবার ১৬৩ বছর পর এর নির্মাণকারী প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img