গত ২ সেপ্টেম্বর নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের জেরে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এ ঘটনায় নিহত মো. হাবিব (২১) নামের একজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি নীলফামারীতে শ্রমিক নিহতের প্রতিবাদে শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ মিছিলের দৃশ্য নয়। বরং, এটি ২ সেপ্টেম্বর ঢাকায় চারটি ইস্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত বিক্ষোভ মিছিলের দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে, গত ২ সেপ্টেম্বর কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ১ মিনিট ৩০ সেকেন্ডে দেখানো দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। কালের কণ্ঠের দেওয়া ক্যাপশন অনুযায়ী, এটি নারী শিক্ষার্থীকে নিয়ে অশালীন পোস্টের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভের দৃশ্য। ভিডিওটির শুরুতে একটি ব্যানারে “ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ” লেখা দেখা যায়।

একই দিনে ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজেও ওই বিক্ষোভ মিছিলের লাইভ ভিডিও পাওয়া যায়। খবরের কাগজের প্রতিবেদন অনুযায়ী, ২ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
তবে, নীলফামারীতে শ্রমিক নিহতের প্রতিবাদে ২ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ (১,২,৩) অনুষ্ঠিত হয়।
সুতরাং, ভিন্ন ইস্যুতে ছাত্রশিবিরের বিক্ষোভের ভিডিওকে নীলফামারীতে শ্রমিক নিহতের প্রতিবাদে শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Kaler Kantho: Facebook Post
- Bangladesh Islami Chhatrashibir: Facebook Post
- Khaborer Kagoj: ডাকসু নির্বাচন: ৪ ইস্যুতে শিবিরের বিক্ষোভ