আজ (১৮ নভেম্বর) মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা৷ এরই প্রেক্ষিতে আজ (১৮ নভেম্বর) গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল করে ৭ কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আজও রাজধানীর মহাখালী রেলগেট অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।”
উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট সময় টিভি, ফেস দ্য পিপল।
উক্ত দাবিতে গণমাধ্যমের ওয়েবসাইটে প্রচারিত সংবাদ প্রতিবেদন সময়ের কণ্ঠস্বর।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৭ কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আজ (১৮ নভেম্বর) ঢাকার মহাখালী রেলগেট অবরোধ করেননি সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বরং, তিতুমীর কলেজকে এককভাবে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এর সাথে বাকি ছয় কলেজের সম্পর্ক নেই।
এ বিষয়ে অনুসন্ধানে সরকারি তিতুমীর কলেজের এই আন্দোলনে থাকা মোঃ শাহজালাল হোসেন আনন্দ নামে একজন আন্দোলনকারীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম৷ তিনি জানান, “আমরা চাই তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় হোক। আমরা কারোর অধীনে থাকতে চাই না। আমাদের আন্দোলনের সাথে বাকী কলেজের সম্পর্ক নেই।”
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্য তাওসিফ মাইমুনও নিশ্চিত করেন যে, তিতুমীর কলেজ একক বিশ্ববিদ্যালয় হতে চাচ্ছে। আন্দোলন উক্ত দাবিতে করা হচ্ছে। এর সাথে সাত কলেজের সম্পর্ক নেই।
তাছাড়া, এ বিষয়ে ৭ কলেজের অন্তর্ভুক্ত সরকারি বাংলা কলেজের সাংবাদিক সমিতির ফেসবুক পেজ থেকে জানানো হয়, “৭ কলেজ বিশ্ববিদ্যালয় রুপান্তর ইস্যুতে আজ (১৮ নভেম্বর) কোথাও আমাদের কোনো কর্মসূচি নেই। মহাখালীতে আন্দোলন তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থীদের। এটা সম্পূর্ণ তাঁদের ইস্যু, বিভ্রান্ত হবেন না ! আব্দুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।”
পাশাপাশি, মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ঘটনাস্থলে উপস্থিত প্রথম আলোর প্রতিনিধির বরাতে জানানো হয়, রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিল করে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনেকদিন থেকে আন্দোলনে রয়েছেন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এমন অধিভুক্তি চাচ্ছেন না। অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদেরও বিভিন্ন সময় আন্দোলন করতে দেখা গেছে। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাইরে খোদ ঢাবি প্রশাসনও সাত কলেজের অধিভুক্তি রাখার বিপক্ষে। সব পক্ষের এমন তীব্র অসন্তোষের মধ্যে এবার সরকারের পক্ষ থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে শীর্ষক এসব তথ্য গণমাধ্যম সূত্রে জানা যায়।
তাছাড়া, এর আগেও সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে একাধিকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সুতরাং, আজ (১৮ নভেম্বর) ঢাকার মহাখালী এলাকায় সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির আন্দোলনকে ৭ কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির আন্দোলন বলে একাধিক গণমাধ্যমসহ ফেসবুকে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangla College Journalist Association – Facebook Post
- Prothom Alo – মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
- Statement of Md. Shahjalal Hosen Anondo, Govt. Titumir College
- Statement of Tawsif Maimun, Govt Titumir College Journalist Association
- Rumor Scanner’s own analysis