সম্প্রতি, “DNA tests prove milkman fathered over 800 children in California” শীর্ষক শিরোনামে দেশীয় অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘Daily Sun’ এ একটি ইংরেজি প্রতিবেদন প্রকাশিত হয়

ফেসবুকে প্রকাশিত পোস্টের আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দুধ বিক্রেতার ৮০০ সন্তানের বাবা হওয়ার তথ্যটি ভিত্তিহীন এবং তথ্যটির সাথে সংযুক্ত ছবিটি একটি স্টক ইমেজ।
তথ্য যাচাই
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, Daily News Reported নামের একটি ওয়েবসাইটে ২০২১ সালের ২৪ ডিসেম্বরে “DNA Testing Reveals Milkman Fathered Over 800 Children Between 1951 And 1964.” শিরোনামে প্রকাশিত মূল প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে উল্লেখ হয়েছে, Randall Jeffries নামে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১৯৫০ এবং ৬০ এর দশকে একজন দুধ বিতরণকারী বছরের পর বছর ধরে তার গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করেছিলো, সেই সময়ে তার বেশিরভাগ মিথস্ক্রিয়া ছিল গৃহিণীদের সাথে এবং তিনি বেশ সুদর্শন মানুষ হওয়ায় অনেকের সাথেই সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি প্রায় ৮০০ সন্তানের পিতা হয়েছেন।

অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, ‘Daily News Reported’ সাইটটি একটি ব্যঙ্গাত্মক (Satire) ওয়েবসাইট। ওয়েবসাইটটি মূলত বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিবেদন প্রকাশ করে থাকে এবং তাদের About us সেকশনে ডিসক্লেইমার দিয়ে জানানো রয়েছে, ‘ডেইলি নিউজ রিপোর্টেড একটি বানোয়াট ব্যঙ্গাত্মক সংবাদপত্র এবং কমেডি ওয়েবসাইট।’ সেখানে আরো বলা আছে, ‘ডেইলি নিউজ রিপোর্টেড পাবলিক ফিগারদের নিয়ে করা ব্যঙ্গ ছাড়াও তারা তাদের সমস্ত গল্পে কাল্পনিক নাম ব্যবহার করে। প্রকৃত নাম ব্যবহার হয়ে গেলে সেটা একান্তই কাকতালীয় এবং তাদের এই প্রকাশিত প্রতিবেদনগুলো ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়।’

ছবি যাচাই
উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, স্টক ফটো ওয়েবসাইট RGB Stock- এ ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারিতে Mokra নামের একজন ফোটোগ্রাফার কর্তৃক প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

মূলত, ইন্টারনেট থেকে ভিন্ন একজন ব্যক্তির ছবি ব্যবহার করে কাল্পনিক নাম জুড়ে দিয়ে Daily News Reported নামের Satire ওয়েবসাইটে নিউইয়র্কের এক দুধ বিতরণকারীর ৮০০ সন্তানের পিতা হওয়ার গল্পটি ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে তথ্যটি কপি ও শেয়ার হওয়ার মাধ্যমে ব্যঙ্গাত্মক/বানোয়াট ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফলে অনেকে ঘটনাটিকে সত্য ভেবেই প্রচার করতে থাকে।
আরো পড়ুনঃ নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকির ছবি জাপানের মাউন্ট ফুজি দাবিতে প্রচার
তাছাড়া, ইন্টারনেটে নির্ভরযোগ্য কোনো মাধ্যমে এই ঘটনাটির স্বপক্ষে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নি।
সুতরাং, ক্যালিফোর্নিয়ায় এক দুধ বিতরণকারীর ৮০০ সন্তানের পিতা হওয়ার তথ্যটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: DNA tests prove milkman fathered over 800 children in California
- Claimed By: Facebook Post & Media Outlet
- Fact Check: False
[/su_box]