মেহজাবীনের মাথায় ব্যান্ডেজ বাঁধা ছবিটি চট্টগ্রামের শোরুম উদ্বোধনের ঘটনার নয়

গতকাল চট্টগ্রামের আর এস রোডে অবস্থিত “খুকি লাইফস্টাইল” শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে স্থানীয় “ব্যবসায়ী ও তৌহিদী জনতা” এর ব্যানারে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। তারা জানান, “মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।” এর পরিপ্রেক্ষিতে মেহজাবীন নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নেন এবং শোরুম কর্তৃপক্ষ তাকে ছাড়াই উদ্বোধন সম্পন্ন করে।

এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীন চৌধুরীর মাথায় ব্যান্ডেজ বাঁধা একটি ছবি ভাইরাল হয়, যা দেখে অনেকে মনে করেন, চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে গিয়ে তিনি হামলার শিকার হয়ে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

মেহজাবীন

উক্ত ছবি সম্বলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেহজাবীনের ভাইরাল হওয়া ছবিটি চট্টগ্রামের শোরুম উদ্বোধন সংক্রান্ত ঘটনার নয় বরং এটি মূলত ‘চিরকাল আজ’ নামের একটি নাটকের শুটিংয়ের সময় তোলা ছবি। নাটকটির একটি দৃশ্যে তাকে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অভিনয় করতে দেখা যায়।

এই ছবির উৎস অনুসন্ধানে দেখা যায়, গত ২ অক্টোবর মেহজাবীনের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে তিনি “Old memories.. guess the contents” ক্যাপশনে তার অভিনীত বিভিন্ন নাটকের ছবি শেয়ার করেন, যার মধ্যে মাথায় ব্যান্ডেজ বাঁধা আলোচিত ছবিটিও অন্তর্ভুক্ত।

Screenshot: Facebook.

এই পোস্টের মন্তব্যে কেউ ছবিটিকে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ নাটকের দৃশ্য বলে দাবি করেছেন, আবার অনেকে বলছেন এটি ‘চিরকাল আজ’ নাটকের অংশ। মন্তব্যগুলো পর্যালোচনার প্রেক্ষিতে উভয় নাটকের দৃশ্য বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম নিশ্চিত হয়েছে, ছবিটি মূলত ‘চিরকাল আজ’ নাটকেরই অংশ। নাটকটির এক দৃশ্যে মেহজাবীনকে একই পোশাকে এবং মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালে দেখা যায়।

এছাড়াও, এই প্রসঙ্গে মেহজাবীন নিজেও একটি ফেসবুক পোস্টে লেখেন, “আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।”

সুতরাং, চট্টগ্রামের শোরুম উদ্বোধন করতে গিয়ে অংশ না নিতে পারার ঘটনায় মেহজাবীন চৌধুরী শারীরিক আঘাতপ্রাপ্ত হয়েছেন দাবিতে নাটকের অংশ হিসেবে মাথায় ব্যান্ডেজ বাঁধা তার একটি পুরোনো ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img