সম্প্রতি ডাকসু নির্বাচনে বাম ধারার সাত সংগঠন সমর্থিত ‘প্রতিরোধ পরিষদ’ এর জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “পাকিস্তান পুনরুদ্ধার কমিটিকে পরাস্ত করুন। বাংলাদেশকে রক্ষা করুন। এই আস্ফালনের মূল্য যেন ব্যালটে এদের চোকাতে হয় তা নিশ্চিত করুন। কলাভবনের বটবৃক্ষের কসম, ধানমন্ডি ৩২ নাম্বারের সেই ডাকবাক্সের কসম, কসম মহান জাতির পিতার, শাহবাগের কসম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির কসম, কসম বাঙালির অন্নদাতা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার, বাপের রক্ত মায়ের ইজ্জতের কসম, এই রাজাকারদের পরাস্ত করুন” শীর্ষক একটি পোস্ট দিয়েছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেঘমল্লার বসু তার ফেসবুক পোস্টে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মেঘমল্লার বসুর ফেসবুকে দেওয়া ভিন্ন একটি পোস্ট ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত স্থিরচিত্রটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ছাত্রনেতা মেঘমল্লার বসুর ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ আগস্ট রাত ১১:৫৯ মিনিটে ডাকসু নির্বাচন ঘিরে আলোচিত দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে মেঘমল্লার বসু লিখেন “পাকিস্তান পুনরুদ্ধার কমিটিকে পরাস্ত করুন। বাংলাদেশকে রক্ষা করুন। এই আস্ফালনের মূল্য যেন ব্যালটে এদের চোকাতে হয় তা নিশ্চিত করুন। শহীদ শাফী ইমাম রুমির রক্তের কসম, শহীদ রমনী রঞ্জন চাকমার কসম, শহীদ খগেন্দ্র নাথ চাকমার কসম, বিচূর্ণ হওয়া মুক্তিযুদ্ধের প্রতিটি ভাস্কর্যের কসম বাপের রক্ত মায়ের ইজ্জতের কসম, এই রাজাকারদের পরাস্ত করুন।”
মেঘমল্লার বসুর এই পোস্টের সাথে ফেসবুকে প্রচারিত স্থিরচিত্রটির বক্তব্য মিলিয়ে দেখা যায়, মেঘমল্লারের মন্তব্যের কিছু অংশ অপরিবর্তিত রেখে বাকি অংশ পরিবর্তন করে আলোচিত স্থিরচিত্রটি তৈরি করা হয়েছে।

মূল পোস্টে মেঘমল্লার বসু “শহীদ শাফী ইমাম রুমির রক্তের কসম, শহীদ রমনী রঞ্জন চাকমার কসম, শহীদ খগেন্দ্র নাথ চাকমার কসম, বিচূর্ণ হওয়া মুক্তিযুদ্ধের প্রতিটি ভাস্কর্যের কসম” শীর্ষক মন্তব্য করলেও সম্পাদিত স্থিরচিত্রে “কলাভবনের বটবৃক্ষের কসম, ধানমন্ডি ৩২ নাম্বারের সেই ডাকবাক্সের কসম, কসম মহান জাতির পিতার, শাহবাগের কসম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির কসম, কসম বাঙালির অন্নদাতা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার” শীর্ষক মন্তব্য সংযুক্ত করা হয়েছে।
স্বাভাবিকই মেঘমল্লার বসু তার দেওয়া ফেসবুক পোস্টটি এডিট বা সম্পাদনা করলে তাতে এডিট হিস্টোরি দৃশ্যমান থাকার কথা। এক্ষেত্রে তার পোস্টে কোনো এডিট হিস্টোরি কিংবা সম্পাদিত হওয়ার কোনো প্রমাণ মিলেনি। এছাড়া পোস্ট মুছে ফেললে সেই পোস্টের একাধিক স্ক্রিনশটও ইন্টারনেটে পাওয়া যেত যা ইন্টারনেটে নেই।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানেও গণমাধ্যম অথবা বিশ্বস্ত কোনো সূত্রে মেঘমল্লার বসুর শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমন কোনো মন্তব্যের হদিস পাওয়া যায়নি।
সুতরাং, শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে জড়িয়ে ছাত্রনেতা মেঘমল্লার বসুর ফেসবুক পোস্ট দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত স্থিরচিত্রটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Meghmallar Bosu: Facebook Post
- Rumor Scanner’s analysis