ব্রাজিলে নদীতে ফেনা ছড়িয়ে পড়ার সংবাদে প্রচারিত ছবিটি প্রায় ১৩ বছর পূর্বের

সম্প্রতি, ব্রাজিলে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তিয়েতে নদীতে বিষাক্ত ফেনা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। এ বিষয়ে কতিপয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দুইটি ছবি ব্যবহার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রকাশিত প্রতিবেদন দেখুন যমুনা টিভি, নিউজ২৪, ডেইলি বাংলাদেশ, বিবার্তা২৪, এবিনিউজ২৪, নিউজজি২৪

উক্ত ছবিগুলো ব্যবহার করে ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণমাধ্যমে প্রকাশিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১০ সালের তিয়েতে নদীতে বিষাক্ত ফেনার ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

ছবি যাচাই ১

Screenshot source: Facebook

ব্রাজিলে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তিয়েতে নদীতে বিষাক্ত ফেনা ছড়িয়ে পড়ার ঘটনায় উক্ত বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে যমুনা টিভি, নিউজ২৪, ডেইলি বাংলাদেশ, বিবার্তা২৪, এবিনিউজ২৪, নিউজজি২৪

এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে ‘National Geographic’ এর ওয়েবসাইটে ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Image Comparison by Rumor Scanner

ছবির ক্যাপশন থেকে জানা যায়, সে সময় ব্রাজিলের তিয়েতে নদীতে বিষাক্ত ফেনার ছড়িয়ে পড়ার ঘটনার ছবি এটি।

আরো অনুসন্ধানের মাধ্যমে স্টক ছবির ওয়েবসাইট ‘Alamy’ তেও ২০১০ সালে প্রকাশিত একই ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot source: alamy

ছবি যাচাই ২

Screenshot source: Daily Bangladesh

ডেইলি বাংলাদেশ এর একই প্রতিবেদনে একই ঘটনার দাবিতে আরো একটি ছবি প্রকাশ করা হয়েছে। 

এই ছবির বিষয়ে অনুসন্ধানে ‘National Geographic’ এর ওয়েবসাইটে প্রকাশিত ২০১০ সালের একই প্রতিবেদনেই আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot Comparison by Rumor Scanner

অর্থাৎ, এই ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়।

মূলত, সম্প্রতি দক্ষিণ-পূর্ব ব্রাজিলের তিয়েতে নদীতে দূষণের কারণে দুর্গন্ধযুক্ত, বিষাক্ত ফেনায় দেখা যায়। এই বিষয়ে কতিপয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দুইটি ছবি ব্যবহার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ছবিগুলো তিয়েতে নদীতে দূষণের সাম্প্রতিক ছবি নয়। ২০১০ সালে একই নদীতে দূষণের ঘটনার ছবিকে সাম্প্রতিক সময়ের ছবি দাবিতে প্রচার করা হয়েছে। 

প্রসঙ্গত, এর আগেও ব্রাজিলে ভবন ধসের ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার করার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, সম্প্রতি ব্রাজিলের তিয়েতে নদীতে বিষাক্ত ফেনা ছড়িয়ে পড়ার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ২০১০ সালের ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img