সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরের দিনে(২৬ মে) দুবাইয়ে যাওয়ার জন্য টিকিট কেটেছেন শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
গণমাধ্যমে প্রচারিত এমন প্রতিবেদন দেখুন বাংলা ভিশন, ডিবিসি নিউজ, চ্যানেল২৪, ঢাকা টাইমস, ঢাকা মেইল, ভোরের পাতা, জুম বাংলা, ফ্রিডম বাংলা নিউজ, বাহান্ন নিউজ, বাংলা ম্যাগাজিন।
গণমাধ্যমের ফেসবুক পেইজে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন ডিবিসি নিউজ, বাংলা ভিশন।
অন্যান্য ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সিটি করপোরেশনটির চলমান নির্বাচনের পরের দিনে(২৬ মে) দুবাইয়ে যাওয়ার জন্য টিকিট কাটার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং ইন্টারনেটে প্রচারিত যে টিকিটটির সূত্র ধরে উল্লেখিত তথ্যটি প্রচার করা হচ্ছে সে টিকিটটি ভুয়া ও বানোয়াট।
দাবিটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম প্রথমেই টিকিটটিতে থাকা তথ্যগুলো যাচাই করে দেখে।
টিকিটের তথ্য বিবরণী অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনে চলমান নির্বাচনের পরদিন শুক্রবার (২৬ মে) সকাল সোয়া আটটায় দুবাই যাওয়ার উদ্দেশ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট ক্রয় করেছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বিজনেস ক্লাসের ঐ টিকিটে দেখা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় দুবাইয়ে পৌঁছাবেন তিনি। টিকিট অনুযায়ী, ফ্লাইট নাম্বার BS343।
পরবর্তীতে এই ফ্লাইট নাম্বার ধরে অনুসন্ধানে দেখা যায়, এই নাম্বারধারী ফ্লাইটটি আজ ২৫ মে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে গিয়েছে। এই নাম্বারের ফ্লাইটের পরবর্তী শিডিউল যথাক্রমে ২৭ ও ২৯ মে ও এবং পহেলা জুনে।
অর্থাৎ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরদিন অর্থাৎ আগামীকাল ২৬ মে এই ফ্লাইট নাম্বারের কোনো শিডিউল নেই।
তথ্যটি সম্পর্কে আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম ইউএস বাংলার ওয়েবসাইটে পাওয়া তথ্যও বিশ্লেষণ করে দেখে।
এতে দেখা যায়, আগামীকাল, ২৬ মে ইউএস বাংলার যে ফ্লাইটটি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাবে, সেটির ফ্লাইট নাম্বার BS341।
পাশাপাশি জাহাঙ্গীর আলমের টিকিট দাবিতে প্রচারিত টিকিটটি সম্পর্কে আরও নিশ্চিত হতে ইউএস বাংলার ওয়েবসাইটের manage booking অংশ থেকে টিকিটটিতে প্রদত্ত টিকিট নাম্বার ও প্যাসেঞ্জার বা যাত্রীর নাম দিয়ে যাচাই করে দেখা হয়।
তবে যাচাইয়ে এই দুইয়ের মধ্যে কোনো সামঞ্জস্য না থাকায় উক্ত টিকিটটি সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধানের লক্ষ্যে রিউমর স্ক্যানার টিম ইউএস বাংলার ওয়েবসাইটে টিকিট সংক্রান্ত বিষয়ের জন্য প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে টিকিটটির সত্যতা সম্পর্কে জানতে চায়।
এ প্রসঙ্গে ইউএস বাংলার কাস্টমার কেয়ার থেকে রিউমর স্ক্যানার টিমকে জানানো হয়, ‘টিকিটটিতে প্রদত্ত বুকিং রেফারেন্স 04QTMN অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই টিকিটটি কাটা হয়েছে ঢাকা থেকে আরব আমিরাতের আরেক শহর শারজাহের জন্য এবং বুকিং রেফারেন্স 04QTMN সম্বলিত মূল টিকিটের যাত্রীর নামের সঙ্গেও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নামের মিল পাওয়া যায়নি।’
অর্থাৎ দেখা যাচ্ছে, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের টিকিট দাবিতে প্রচারিত টিকিটের সাথে ইউএস বাংলার ওয়েবসাইটে প্রদত্ত তথ্যের অসঙ্গতি রয়েছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফেসবুক অ্যাকাউন্টে এই টিকিট সংক্রান্ত একটি পোস্ট ও একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ফেসবুক পোস্টটিতে (আর্কাইভ) জাহাঙ্গীর আলম লিখেন, “জাহাঙ্গীর আলম দুবাই পালিয়ে যাচ্ছে”, এমন একটি মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাদের সাধারণ ভোটারদের ভীত এবং আতংকিত করতে চাচ্ছে আজমত উল্লাহ বাহিনী। প্রিয় গাজীপুরবাসী! আপনাদের জাহাঙ্গীর আলম গত ১৮ মাসে দেশ ছেড়ে পালায় নাই। কালকের পরের দিনও পালাবে না। আপনাদের জাহাঙ্গীর আলম আপনাদের ছেড়ে কোথাও যাবে না। মরতে হলে এই গাজীপুরেই নিজ বাড়িতে, আপনাদের কোলেই মরবে।’
এছাড়া ভিডিও পোস্টেও তিনি একই কথা বলেন। ‘প্রিয় গাজীপুরবাসী, গুজব ও অপপ্রচারে কান দিবেন না। (আর্কাইভ)’ শীর্ষক ৩০ সেকেন্ডের ভিডিওটিতে জাহাঙ্গীর আলম বলেন, আজকে দেখলাম, বিভিন্ন ফেসবুক, ইউটিউব ও টেলিভিশন চ্যানেলে অপপ্রচার করা হচ্ছে যে, আমি নাকি দুবাই চলে যাচ্ছি। তবে আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা কোনো গুজব ও মিথ্যায় কান দিবেন না।’
মূলত, আজ ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র নির্বাচন চলছে। এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন। পরবর্তীতে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্রটি বাতিল করা হলে তিনি তার মায়ের পক্ষেই নির্বাচনী প্রচারণা চালাতে থাকেন৷ এর মধ্যেই সিটি করপোরেশনটিতে নির্বাচনে ভোট গ্রহণের শুরু হওয়ার আগের দিন থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিকিটের ছবি প্রচার করে দাবি করা হয় যে, এই নির্বাচনের পরের দিনে দুবাই যাওয়ার জন্য টিকিট কেটেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তবে রিউমর স্ক্যানারের সার্বিক অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীর আলমের নির্বাচনের পরের দিনে দুবাই যাওয়ার টিকিট কাটার দাবিতে ইন্টারনেটে প্রচারিত টিকিটটি ভুয়া।
সুতরাং, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরদিন (২৬ মে) সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের দুবাই যাওয়ার টিকিট কেটেছেন দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Ex Mayor Jahangir Alam Facebook Post
Ex Mayor Jahangir Alam Facebook Video
Conversation with US Bangla Authority