মেয়েরা জিন্স পরছে, তাই এত ভূমিকম্প হচ্ছে শীর্ষক কোনো মন্তব্য করেননি মাওলানা ফজলুর রহমান

সম্প্রতি, ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে জাতীয় ‘দৈনিক কালের কণ্ঠ’ এর ওয়েবসাইটে প্রকাশিত ২০১৫ সালের একটি সংবাদের স্ক্রিনশট প্রচার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানের রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান “মেয়েরা জিনস পরছে, তাই এত ভূমিকম্প” হচ্ছে শীর্ষক মন্তব্য করেছেন। 

মেয়েরা জিন্স পরছে

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে বিগত বিভিন্ন সময়ে গণমাধ্যমের প্রতিবেদন ও মতামত কলাম দেখুন কালের কণ্ঠ, জাগোনিউজ২৪, এনটিভি।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান মেয়েরা জিন্স পরছে, তাই এত ভূমিকম্প হচ্ছে শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং পাকিস্তানের স্যাটায়ার বা ব্যাঙ্গাত্মকমূলক সাইটে ২০১৪ সালে এ সংক্রান্ত সংবাদ প্রথম প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে বাস্তব বক্তব্য হিসেবে গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার হয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে এই বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত মূলত গত ০২ ডিসেম্বর সকালে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের একটি ঘটনাকে কেন্দ্র করে। এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। পরবর্তীতে কালের কন্ঠ পত্রিকার ২০১৫ সালের একটি সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখেছে রিউমর স্ক্যানার টিম, যাতে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

আমরা ২০১৫ সালের ৩১ মে প্রকাশিত কালের কণ্ঠ পত্রিকার প্রতিবেদনটি তাদের ওয়েবসাইটে খুঁজে পেয়েছি। কালের কণ্ঠ দাবি করেছে, ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে জামিয়াত উলেমা-ই-ইসলামি ফজল (JUI-F)-এর মুখ্য মওলানা ফজলুর রহমান বলেছেন, মেয়েদের জিনস পরাই ভূমিকম্পের মতো বিপর্যয়ের কারণ। নারীদের বস্তায় পুরে বাড়ির মধ্যে রেখে দিয়ে দেশে শরিয়াহ আইন চালু করলে, তালিবানি ভাইরা আর পাকিস্তান আক্রমণ করবে না বলেও ফজলুর রহমান মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে সংবাদটিতে৷ 

কালের কণ্ঠ তাদের প্রতিবেদনে কোনো তথ্যসূত্র উল্লেখ করেনি। আমরা যাচাই করে দেখেছি, প্রতিবেদনটি প্রকাশের এক দিন পূর্বে অর্থাৎ ৩০ মে ভারতের সংবাদমাধ্যম জি নিউজ এর বাংলা ভাষার অনলাইন সংস্করণে একই ভাষায় উক্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। এই প্রতিবেদনেও কোনো তথ্যসূত্র উল্লেখ না পাওয়া গেলেও একইদিন (৩০ মে) দেশের আরেক সংবাদমাধ্যম এনটিভির অনলাইন সংস্করণে একই খবর প্রকাশ হতে দেখেছে রিউমর স্ক্যানার। 

এই খবরে দাবি করা হয়, মাওলানা ফজলুর গতকাল শুক্রবার (২৯ মে) দেওয়া এক বক্তব্যে আলোচিত মন্তব্যটি করেন। এই তথ্যের সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, জমিয়ত উলেমা-ই-ইসলামের মুখপত্র দাবিকৃত শেখইয়ারমামি ডট কম নামের একটি ওয়েবসাইটের নাম। 

আমরা আলোচিত এই ওয়েবসাইটে ২৫ মে প্রকাশিত খবরটি খুঁজে পেয়েছি। এই প্রতিবেদনেও এসেছে, শুক্রবার তিনি উক্ত মন্তব্য করেন। 

কিন্তু ২৫ মে এর পূর্বে শুক্রবার ছিল ২২ মে। অর্থাৎ, তিনি ২২ মে উক্ত মন্তব্যটি করেছেন বলে দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। 

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ২২ মে Khabaristan Times নামে পাকিস্তানের একটি ওয়েবসাইটে এই খবরটি প্রকাশিত হয়েছিল। এই প্রতিবেদনেও প্রায় একই তথ্যই উল্লেখ পাওয়া যায়। 

এই সাইটটি এখন আর সচল নেই৷ সাইটের ফেসবুক পেজে ২০১৭ সালের জানুয়ারির সর্বশেষ পোস্ট থেকে জানা যাচ্ছে, ২৫ জানুয়ারি থেকে পাকিস্তানে ব্লক করা হয়েছে তাদের ওয়েবসাইট।

Screenshot,: Facebook 

সেসময় পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে এসেছে, খবরিস্তান টাইমস ছিল মূলত একটি স্যাটায়ার বা ব্যঙ্গধর্মী সাইট। একাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে অভিযোগ পাওয়ার পর সাইটটি ব্লক করে দিয়েছে সরকার। 

আমরা এ বিষয়ে আরো অনুসন্ধান করে জেনেছি, ২০১৪ সালের পহেলা ফেব্রুয়ারি Pakistan Today নামে একটি ওয়েবসাইট একই প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে মাওলানা ফজলুরের বক্তব্যের তারিখ ৩১ জানুয়ারি উল্লেখ পাওয়া যায়৷ 

অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্লাটফর্ম ডিসমিসল্যাব জানিয়েছে, সেসময় পাকিস্তান টুডে এর স্যাটায়ার বিভাগের নাম ছিল “খবরিস্তান টুডে।” পরবর্তীতে এই “খবরিস্তান টুডে” একটি স্বতন্ত্র সাইট হিসেবে খবরিস্তান টাইমস নামে আত্মপ্রকাশ করে। 

অর্থাৎ, তারিখ বদলে দিয়ে একাধিক বার আলোচিত বক্তব্যটি মাওলানা ফজলুরের দাবিতে প্রচার করা হয়েছে।  

মূলত, ২০১৫ সাল থেকেই পাকিস্তানের রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দাবিতে নারীদের জিন্স পরিধানের সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক নিয়ে আলোচিত মন্তব্যটি প্রচার করা হলেও এটি মূলত স্যাটায়ার বা ব্যাঙ্গাত্মকমূলক সাইটে ২০১৪ সালে প্রথম প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে বাস্তব বক্তব্য হিসেবে গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার হয়ে আসছে।

সুতরাং, ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে পাকিস্তানের রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান “মেয়েরা জিনস পরছে, তাই এত ভূমিকম্প” হচ্ছে শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে গেল কয়েক বছর ধরেই প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img