মাশরাফি নড়াইলে আওয়ামী লীগের জনসভা আয়োজনের উদ্যোগ নিয়েছেন দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি ‘নড়াইল আওয়ামী লীগ কোন নিষিদ্ধ নয় আমি হলাম মাশরাফি ভাই | নড়াইল স্কুল মাঠে আওয়ামী লীগের বিরাট জনসভা পালন করার উদ্যোগ নিয়েছে মাশরাফি ভাই’ ক্যাপশনে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার নড়াইল স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা আয়োজনের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, মাশরাফি বিন মোর্ত্তজার একটি পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘MONIR ON FIRE’ নামক টিকটক অ্যাকাউন্টে ২০২৩ সালের ১৯ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশন বা মন্তব্যের ঘর থেকে এটির স্থান বা উপলক্ষ্য সম্পর্কে জানা যায়নি। 

তবে, ভিডিওটির অস্তিত্ব অন্তত ২০২৩ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। 

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফি বিন মোর্ত্তজার নড়াইলে ভ্রমণ ও সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সৌজন্যে কোনো জনসভা আয়োজনের উদ্যোগের সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইলে বাংলাদেশ আওয়ামী লীগের সৌজন্যে জনসভা আয়োজনের উদ্যোগ নিয়েছে দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img