চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) গত ১৯ ফেব্রুয়ারি রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের ম্যাচে সাকিব আল হাসান আউট হয়ে সাজঘরে ফেরার সময় তামিম ইকবালের উদযাপন নিয়ে মাশরাফি বিন মুর্তজা বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত টিকটকে প্রচারিত ভিডিওটি ২ লাখ ৪ হাজারের উপরে মানুষ দেখেছে। এছাড়া, ভিডিওটিতে ১১ হাজারের উপরে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে রিয়েকশন দেখানো হয়। পাশাপাশি ২৮৮ টি মন্তব্য এবং ৪৫ বার ভিডিওটি শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাকিব আল হাসান আউট হয়ে সাজঘরে ফেরার সময় তামিম ইকবালের উদযাপন করা নিয়ে মাশরাফি বিন মুর্তজা কোনো মন্তব্য করেননি বরং ভিন্ন ঘটনার প্রেক্ষিতে মাশরাফির দেওয়া পুরোনো বক্তব্যকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটির শুরুতে মাশরাফি বিন মুর্তজাকে বক্তব্য দিতে দেখা যায়। পরবর্তীতে উপস্থাপিকাকে মনগড়া কিছু বক্তব্য দিতে শোনা যায়।
মাশরাফি বিন মুর্তজার বক্তব্যটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে গত বছরের (২০২৩) ২৮ সেপ্টেম্বর মাশরাফি বিন মুর্তজার ভেরিফায়েড ফেসবুক পেজে “আমার চোখে এই মূহুর্তে সাকিব-তামিম।” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটিতে থাকা মাশরাফির বক্তব্যের মিল রয়েছে।
উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, গত বছরে বিশ্বকাপ দলে তামিম ইকবাল না থাকা নিয়ে সমালোচনার ঝড় উঠে। পরবর্তীতে তামিম ইকবালের দেওয়া একটি বক্তব্য এবং সাকিব আল হাসানের দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে সমালোচনা আরও বৃদ্ধি পায়। এরপর সাকিব-তামিম ইস্যু নিয়ে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় নিজের মতামত তুলে ধরেন।
সেই ভিডিও বার্তাটির কিছু অংশ কেটে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এছাড়া, বিপিএলে সাকিবের আউটের পর তামিমের আলোচিত উদযাপনের প্রেক্ষিতে মাশরাফিকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
মূলত, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে সাকিব আল হাসান এবং ফরচুন বরিশালের হয়ে খেলছেন তামিম ইকবাল। গত ১৯ ফেব্রুয়ারি এই দুই ফ্রেঞ্চাইজি মুখোমুখি হয়। ২২ বলে ৩৩ রান করে সাকিব আল হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫ বলে ২৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। দুইজনের আউটের সময় প্রথমে সাকিব আল হাসান এবং পরবর্তীতে তামিম ইকবালের উদযাপন নিয়ে সমালোচনা হয়েছে। এরইমধ্যে, সাকিব আউট হয়ে সাজঘরে ফেরার সময় তামিমের উদযাপন নিয়ে মাশরাফি বিন মুর্তজা মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ইইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত বছরের সাকিব-তামিম ইস্যুতে মাশরাফি বিন মুর্তজার দেওয়া বক্তব্যের কিছু অংশ কেটে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনায় মাশরাফি বিন মুর্তজার বক্তব্য ব্যবহার করে সম্প্রতি সাকিব আউট হয়ে সাজঘরে ফেরার সময় তামিমের উদযাপন নিয়ে মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mashrafe Bin Mortaza- Facebook Post
- Rumor Scanner’s Own analysis