সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহনাজের ‘ব্যক্তিগত মুহূর্তের’ দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলমের সাথে নাফসিন মেহনাজের প্রচারিত ছবিটি আসল নয়। মূলত, প্রযুক্তির মাধ্যমে একটি ভিন্ন যুগলের ছবি বিকৃত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূল ছবিটি গত ২৯ জানুয়ারি একটি ভারতীয় পর্নোগ্রাফিক ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়। (সঙ্গত কারণে লিংক সংযুক্ত করা হয়নি)।

এছাড়া, গত ২৯ মার্চ ‘lL!nk dede’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টেও একই ছবি পাওয়া যায়।
ছবি দুটিকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করে দেখা যায়, ভাইরাল ছবিতে থাকা ব্যক্তিদের পোশাক, পরিবেশ ও শারীরিক গঠন মূল ছবির সঙ্গে পুরোপুরি মিললেও, মুখমণ্ডল সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ, মূল ছবিটি সম্পাদনার মাধ্যমে মুখমণ্ডল পরিবর্তন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, একটি ভিন্ন যুগলের ছবি বিকৃত করে তাতে সারজিস আলম ও নাফসিন মেহনাজের মুখমণ্ডল বসিয়ে ছবিগুলো তাদের ‘ব্যক্তিগত মুহূর্তের’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা বিকৃত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s investigation.