প্রাক্তন প্রেমিককে যন্ত্রণার দায়ে প্রেমিকাকে গ্রেফতারের ঘটনাটি মিথ্যা

সম্প্রতি প্রাক্তনের যন্ত্রণা” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

এছাড়া, দেশীয় মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠ, যুগান্তর, সময় টিভি, জাগো নিউজ২৪, মানবকন্ঠ, ঢাকা টাইমস, ডেইলি বাংলাদেশ, দৈনিক আমাদের সময়, বাংলাদেশ জার্নালবিডি২৪রিপোর্ট বিভিন্ন সময়ে এই একই দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রাক্তনের যন্ত্রণা” শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি ও ছবির ঘটনাটি সত্য নয় বরং এই ছবি ও ছবির গল্পটি সর্বপ্রথম একটি স্যাটায়ার বা ব্যাঙ্গাত্মক লেখা প্রকাশকারী সাইটে প্রকাশিত হয় এবং প্রতিবেদনটিতে প্রকাশিত গ্রেফতারকৃত নারীর ছবিটি ভিন্ন ঘটনার।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে World news Daily Report নামের একটি ওয়েবসাইটে “USA: WOMAN ARRESTED FOR CALLING HER EX-BOYFRIEND 77 000 TIMES IN A WEEK” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot World news Daily Report

প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রেমিকের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর লিন্ডা মারফি নামের এক তরুণী তাঁর প্রাক্তন প্রেমিককে ৩ টি ফোন থেকে ক্রমাগত এক সপ্তাহে ৭৭ হাজার ৬৩৯ বার ফোন, মোট ১৯৩৭টি ইমেইল, ৪১ হাজার ২২৯টি মেসেজ, ২১৭টি ভয়েস মেসেজ এবং ৬৪৭টি চিঠিও পাঠিয়েছেন। পরবর্তীতে তার প্রাক্তন অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ লিন্ডাকে গ্রেফতার করে। 

প্রতিবেদনটিতে লিন্ডা অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার নামের এক মানসিক রোগে আক্রান্ত বলে জানানো হয়। তবে প্রতিবেদনটিতে ঘটনার সময়কাল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। 

এদিকে ওয়েবসাইটটি ঘুরে দেখা যায়, ওয়েবসাইটটির স্লোগান হিসেবে দেওয়া আছে “where the fact, Don’t matter”। 

এছাড়া ওয়েবসাইটটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ওয়েবসাইটটি তাদের সকল কাজের দায় স্বীকার করে নিয়েছে। এই ওয়েবসাইটের সকল প্রতিবেদনে বর্ণিত চরিত্র সমূহ কাল্পনিক এবং বাস্তব ঘটনার সঙ্গে কোনো চরিত্রের মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ কাকতালীয়। 

পরবর্তীতে says নামের একটি ওয়েবসাইটে ২০১৪ সালের ৬ জুলাই “Was This Woman Really Arrested For Calling Her Ex 77,639 Times?” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ঘটনাটি ২০১৪ সালের এবং World news Daily Report এর প্রতিবেদন অনুযায়ী প্রাক্তনকে বিরক্ত করার দায়ে গ্রেফতারকৃত লিন্ডা মারফির প্রকৃত নাম সিরা মেরি স্টিড। 

অপরদিকে World news Daily Report এ তার ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি মূলত পাঁচ বছর আগে অর্থ্যাৎ ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটিতে ম্যাকডোনাল্ডসে অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেফতারের। 

পাশাপাশি says.com এর এই প্রতিবেদনটির সূত্র ধরে সিরা মেরি স্টিডের ফেসবুক আইডিতে ২০১৪ সালের ৩০ জুন দেওয়া একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টটিতে সিরা মেরি স্টিড বলেন, কেউ যদি আমার ৫ বছর আগের ছবির সঙ্গে নিউ মেক্সিকোতে কাউকে উত্যক্ত করার মিথ্যা গল্পের কোনো প্রতিবেদন বা মিম দেখেন তাহলে আমাকে ব্যক্তিগতভাবে পাঠাবেন না। আমি এটা সম্পর্কে অবগত এবং এটা নিয়ে আমি ভাবছি না।

এছাড়া KRQF নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ৩০ জুন “Satirical Story generates internet buzz” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, World news Daily Report এর প্রতিবেদনে  লিন্ডা মারফির প্রাক্তন প্রেমিকের J.D. James Kilroy নামের যে আইনজীবীর কথা উল্লেখ করা হয়েছে এই নামে কোনো আইনজীবী যুক্তরাষ্ট্রের আলবাকার্কিতে নেই। 

মূলত, প্রেমিকের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রেমিকা কর্তৃক তাকে  ৩ টি ফোন থেকে ক্রমাগত এক সপ্তাহে ৭৭ হাজার ৬৩৯ বার ফোন, মোট ১৯৩৭টি ইমেইল, ৪১ হাজার ২২৯টি মেসেজ, ২১৭টি ভয়েস মেসেজ এবং ৬৪৭টি চিঠি দেওয়ার ঘটনাটি সর্বপ্রথম World news Daily Report নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়। যেটি মূলত একটি স্যাটায়ার বা ব্যাঙ্গাত্মক কন্টেন্ট নির্মাণকারী ওয়েবসাইট। পাশাপাশি প্রতিবেদনটিতে যে নারীর ছবি ব্যবহার করা হয়েছে সেটি মূলত যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটিতে ২০১০ সালে ম্যাকডোনাল্ডসে অনুপ্রবেশের দায়ে গ্রেফতারের পরের ছবি।

সুতরাং, প্রেমিকের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রেমিকা কর্তৃক তাকে ক্রমাগত এক সপ্তাহে ৭৭ হাজার ৬৩৯ বার ফোন, মোট ১৯৩৭টি ইমেইল, ৪১ হাজার ২২৯টি মেসেজ, ২১৭টি ভয়েস মেসেজ এবং ৬৪৭টি চিঠি দেওয়ার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

World news Daily Report: USA: WOMAN ARRESTED FOR CALLING HER EX-BOYFRIEND 77 000 TIMES IN A WEEK

Says.com: Was This Woman Really Arrested For Calling Her Ex 77,639 Times?

News9.com: https://www.news9.com/story/5e350190e0c96e774b36b0e9/police:-woman-arrested-after-crawling-through-mcdonalds-driveup-window

KRQF_Youtube: Satirical Story generates internet buzz

Cierra steed Facebook: Cierra steed Facebook Post

আরও পড়ুন

spot_img