ফ্লুরোসেন্ট বাল্বের দীর্ঘ এক্সপোজার ছবিকে হোয়াইট অরোরা দাবি

সম্প্রতি ‘White Aurorae,Finland‘ শীর্ষক শিরোনামে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

হোয়াইট অরোরা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফিনল্যান্ডের হোয়াইট অরোরা দাবিতে প্রচারিত ছবিগুলো আসলে হোয়াইট অরোরার নয় বরং ছবিগুলো ফ্লুরোসেন্ট ল্যাম্প ব্যবহার করে দীর্ঘ এক্সপোজারের মাধ্যমে তোলা।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০১০ সালের ১৬ জুলাই রাশিয়ান ওয়েব ফোরামে ‘Fluorescent lamb and electromagnetic field’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টে থাকা ছবিগুলোর সাথে আলোচ্য দাবিতে প্রচারিত ছবিগুলোর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। একই পোস্টে আরও কিছু ছবি রয়েছে যেগুলোতে রাতের আকাশের বিপরীতে সাদা আলো দেখা যাচ্ছে।

Photo collage by Rumor Scanner

পোস্টের লেখকের ছবিগুলোর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ছবিগুলো ফ্লুরোসেন্ট লাইট ব্যবহার করে দীর্ঘ এক্সপোজারের মাধ্যমে তোলা। পোস্টের বিবরণীতে কোথাও হোয়াইট অরোরার কথা উল্লেখ করা হয়নি। 

এছাড়াও, এক সাক্ষাৎকারে ফ্যাক্টচেকিং সংস্থা ‘চেক ইউর ফ্যাক্ট’ কে নর্দান লাইটস বিষয়ক ছবিতে বিশেষজ্ঞ একজন ফরাসি ফটোগ্রাফার ভার্জিল রেগলিওনি বলেন, ‘আমি বেশ নিশ্চিত যে এই ছবিটি বিভিন্ন কারণে অরোরা বোরিয়ালিস নয়। রঙের এই বর্ণালি অরোরাল কার্যকলাপের সাথে খাপ খায় না, এছাড়াও ক্যামেরাগুলি আরও বেশি রঙের আলোর ফ্রিকোয়েন্সি ক্যাপচার করতে সক্ষম হয়।’

White Aurora কী?

National Geographic Society নামক একটি ওয়েবসাইটে ‘Aurora‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, অরোরা হলো একটি প্রাকৃতিক আলোর প্রদর্শন যা নীল, লাল, হলুদ, সবুজ, কমলা রঙের হয়ে থাকে এবং এগুলো কেবল রাতেই দেখা যায়। পাশাপাশি এগুলো সাধারণত নিম্ন মেরু অঞ্চলে দেখা যায়।

Photo collage by Rumor Scanner

আলোচ্য দাবিতে প্রচারিত ছবিগুলোর সাথে উক্ত ওয়েবসাইটে প্রকাশিত অরোরার ছবির কোনো প্রকার মিল খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, ফ্লুরোসেন্ট ল্যাম্প ব্যবহার করে দীর্ঘ এক্সপোজারের মাধ্যমে তোলা ছবিকে ফিনল্যান্ডের প্রাকৃতিক আলোর বিশেষ প্রদর্শন বা হোয়াইট অরোরা এর ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, একই দাবিতে গত বছরে হোয়াইট অরোরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হলে সেটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আফ্রিকান ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘Africa Check

সুতরাং, ফ্লুরোসেন্ট ল্যাম্পের ছবিকে ফিনল্যান্ডের হোয়াইট অরোরার বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • National Geographic Society : Aurora

Statement : Virgil Reglioni

আরও পড়ুন

spot_img