খালেদা জিয়ার মৃত্যুর দাবিতে গুজব প্রচার

সম্প্রতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খালেদা

ফেসবুকে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খালেদা জিয়া মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, অধিক ভিউ পাওয়ার আশায় ভিন্ন ভিন্ন কয়েকটি ভিডিওর কিছু অংশ যুক্ত করে চটকদার থাম্বনেইলে ও ক্যাপশনে ভিডিওটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী এবং শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কিছু অংশ রয়েছে। এছাড়া, কয়েকটি ছবি যুক্ত করে উপস্থাপক মনগড়া কিছু কথা বলছেন। 

আলোচিত ভিডিওটিতে থাকা বক্তব্যের ভিডিওগুলোর বিষয়ে আলাদা আলাদাভাবে অনুসন্ধান করেছে রিউমর স্ক্যানার টিম। 

শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বক্তব্য দিতে দেখা যায়। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বাংলা ভিশন এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৪ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

Video Comparison By Rumor Scanner

উক্ত ভিডিও থেকে জানা যায়, ২০২২ সালে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রদানের ভিডিও এটি। 

পরবর্তীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বক্তব্য দিতে দেখা যায়। অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৪ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner

উক্ত ভিডিও থেকে জানা যায়, বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের রায়ের পর রুহুল কবির রিজভী বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যান। সেই সময়কার ভিডিও এটি।  

পরবর্তী অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেখা যায়।  যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৬ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিও থেকে জানা যায়, ভিন্ন প্রেক্ষিতে দেওয়া একটি বক্তব্য। সেখান থেকে কিছু অংশ কেটে আলোচিত ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে।  

সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কান্নারত অবস্থায় সংবাদ সম্মেলন করার একটি ভিডিও দেখানো হয়। বাংলাভিশন এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৬ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিও থেকে জানা যায়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে দলীয় প্রার্থী ঘোষণার আগ মূহুর্ত বেগম খালেদা জিয়াকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। সেই সময়কার ভিডিও এটি।  

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, ভিন্ন ভিন্ন ঘটনার কিছু পুরোনো ভিডিও একসাথে যুক্ত করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img