ছাত্রলীগ নিষিদ্ধের ঘটনায় টাঙ্গাইলে মিষ্টি বিতরণ দাবিতে কালবেলার নকল ফটোকার্ড প্রচার

গত ২৩ অক্টোবর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে ‘সন্ত্রাস বিরোধী আইন-২০০৯’ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 

এরই প্রেক্ষিতে, “ছাত্রলীগ নিষিদ্ধের খবর পেয়ে টাংগাইল নাগরপুরে মিষ্টি বিতরণ” শীর্ষক তথ্যে বা শিরোনামে মূলধারার গণমাধ্যম কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ছাত্রলীগ নিষিদ্ধের খবর পেয়ে টাংগাইল নাগরপুরে মিষ্টি বিতরণ” শীর্ষক শিরোনামে কালবেলা কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং টাঙ্গাইলের নাগরপুরে মিষ্টি বিতরণের কোনো তথ্যও গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি৷ প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে কালবেলার লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৩ অক্টোবর, ২০২৪ উল্লেখ রয়েছে। 

Screenshot: Facebook 

লোগো এবং প্রকাশের তারিখের সূত্র ধরে অনুসন্ধানে কালবেলার ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া কালবেলার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে, গত ২৩ অক্টোবর কালবেলার ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডের হুবহু মিল রয়েছে। তবে যমুনার এই ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডে শিরোনামের পার্থক্য রয়েছে।

Photocard Comparison By Rumor Scanner 

অর্থাৎ, উক্ত ফটোকার্ডটি এডিট করে শিরোনামে ফেনীর স্থলে টাঙ্গাইলের নাগরপুর লিখে এবং শিরোনামের ফন্ট পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার ঘটনায় গত ২৩ অক্টোবর রাতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা।

সুতরাং, ‘ছাত্রলীগ নিষিদ্ধের খবর পেয়ে টাংগাইল নাগরপুরে মিষ্টি বিতরণ’ শীর্ষক শিরোনামে কালবেলার নামে প্রচারিত এই ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।  

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img