কাকা ব্রাজিলের নতুন কোচ শীর্ষক দাবিটি মিথ্যা

সম্প্রতি “কাকা-ই ব্রাজিলের নতুন কোচ” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রিকার্ডো কাকা’র ব্রাজিলের নতুন কোচ হওয়ার দাবিটি সঠিক নয় বরং গত মে মাসে প্রকাশিত কোচিং সার্টিফিকেট হাতে দাঁড়ানো কাকার একটি ছবি ব্যবহার করে দাবিটি প্রচার করা হচ্ছে।

সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ মিশন শেষ করেছে ব্রাজিল। এরপরই ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। পরবর্তীতে ব্রাজিলের কোচ হিসেবে বেশ কয়েকজনের নামই আলোচনায় এসেছে। সর্বশেষ, কোচিং সার্টিফিকেট হাতে ব্রাজিলের সাবেক খেলোয়াড় কাকার একটি ছবি ব্যবহার করে কাকা ব্রাজিলের কোচ দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

কী-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কাকা’র ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, কাকা’র অফিশিয়াল টুইটার, ইন্সটাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি। 

অর্থাৎ, কোনোরকম তথ্যসূত্র ছাড়াই কাকা’র ব্রাজিলের কোচ হওয়ার দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছবির বিষয়ে অনুসন্ধান

ছড়িয়ে পড়া পোস্টগুলোতে কাকা’র একটি ছবি সংযুক্ত করা রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কাকা একটি সার্টিফিকেট এবং পরিচয়পত্র হাতে দাঁড়িয়ে আছেন। 

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘Globo’ এর ওয়েবসাইটে গত ১৭ মে “Kaká completes coaching course at CBF: “All that’s missing is the team”” (translated) শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।  

প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, “সাবেক মিডফিল্ডার কাকা ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) এর প্রতিষ্ঠান সিবিএফ একাডেমির কোর্স সম্পন্ন করেছেন এবং লাইসেন্স A ক্যাটাগরি পেয়েছেন, যেটি ব্রাজিলের পেশাদার দলকে কোচিং করতে ইচ্ছুক যে কারো জন্য কনফেডারেশনের প্রয়োজনীয় একটি ডিগ্রি হিসেবে বিবেচিত হয়।”

গ্লোবো জানিয়েছে, লাইসেন্স A হল ব্রাজিলের কোচদের জন্য চূড়ান্ত কোচিং বিষয়ক গ্র্যাজুয়েশন। এর আগে, C (স্কুল কোচদের জন্য) এবং B (যুব দলে কাজ করার জন্য) ক্যাটাগরির দুইটি লাইসেন্স রয়েছে। তবে কেউ বিদেশে কাজ করার ক্ষেত্রে ‘প্রো লাইসেন্স’ নিতে হয় সিবিএফ থেকে। 

অর্থাৎ, কাকা ক্যাটাগরি ‘এ’ লাইসেন্স অর্জনের মাধ্যমে ব্রাজিলে কোচিং করানোর যোগ্যতা অর্জন করেছেন। 

গত ২২ আগস্ট গ্লোবোতে প্রকাশিত আরেক প্রতিবেদনে কাকা’র বরাতে বলা হয়, তিনি কোচিং ক্যারিয়ার শুরু করার আগে কাতার বিশ্বকাপ ভালোভাবে উপভোগ করতে চান।

পরবর্তীতে কাকা’র ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১৭ মে প্রকাশিত আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।  

কাকা ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, “আরেকটি কোর্স সম্পন্ন হলো। প্রশিক্ষক প্রশিক্ষিত। এখন শুধু দলে যেতে হবে।”

মূলত, গত ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ মিশন শেষ করলে ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। সম্প্রতি কোচিং সার্টিফিকেট হাতে ব্রাজিলের সাবেক খেলোয়াড় কাকার একটি ছবি ব্যবহার করে কাকা ব্রাজিলের কোচ হয়েছেন দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে উক্ত দাবির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি। গত মে মাসে প্রকাশিত কোচিং সার্টিফিকেট হাতে দাঁড়ানো কাকার একটি ছবি ব্যবহার করে দাবিটি প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০০২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলে খেলেছেন রিকার্ডো কাকা। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন তিনি। 

সুতরাং, গত মে মাসে প্রকাশিত কোচিং সার্টিফিকেট হাতে দাঁড়ানো কাকার একটি ছবি ব্যবহার করে ‘কাকা ব্রাজিলের নতুন কোচ হয়েছেন’ শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে ; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img