ভিডিওটি কাবা ঘরের ভিতরে ঘটা আলৌকিক কোনো ঘটনার নয়

সম্প্রতি, “আজ কাবাতে অলৌকিক ঘটনা। ইমাম ও আযান থাকা অবস্থায় মুসল্লিদের নামাজের আহ্বান শোনা যায় এবং ২ রাকা নামাজ আদায় করা হয়। কাবার দরজা খোলা হলেও ভিতরে কিছুই দেখা যায়নি। উপস্থিত মুসল্লীদের অদৃশ্য মুসল্লী (জ্বীন ও ফেরেশতারা) নামাজ পড়তে দেখা গেছে। 13-05-2022 শুক্রবার এই ঘটনা ঘটেছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কাবা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কাবা ঘরের ভেতরে ঘটা আলৌকিক কোনো ঘটনার নয় বরং এটি রমজান মাসে তাহাজ্জুদ নামাজের সময় মুসলিম নেতাদের জন্য কাবার দরজা খুলে দেওয়ার ভিডিও।

কি-ওয়াড সার্চ পদ্ধতি ব্যবহার করে, ‘Haramain Sharifain’ নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ হতে চলতি বছরের ২০ মে “A video circulating on social media regarding “paranormal activities” in the Ka’bah are false. The video is from Ramadan when the door of the Ka’bah was opened for one of the Muslim Leaders visiting the Haram.” শিরোনামে প্রকাশিত একটি পোষ্ট খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ‘Haramain’ নামের আরেকটি ফেসবুক পেজ হতে চলতি বছরের ২০ মে আলোচিত তথ্য নিয়ে প্রকাশিত একটি ফ্যাক্টচেক পোস্ট খুঁজে পাওয়া যায়।

মূলত, চলতি বছরের রমজান মাসে মুসলিম নেতাদের উদ্দেশ্য কাবা ঘরের দরজা খুলে দেওয়ার সময় ধারণকৃত একটি ভিডিওকে সম্প্রতিক সময়ে কাবা ঘরের ভিতরে আলৌকিক ঘটনার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। সামাজিক মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর পবিত্র কাবা শরিফ এবং মসজিদ-আল-হারাম ভিত্তিক অনলাইন প্রকাশনা প্ল্যাটফর্ম ‘Haramain Sharifain’ ভিডিওটির দাবিকে মিথ্যা শনাক্ত করে।

Read More: এটি সিলেটের বন্যার পানির দৃশ্য নয়, এটি বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশের পুরোনো ভিডিও

সুতরাং, গত রমজান মাসে মুসলিম নেতাদের উদ্দেশ্য কাবা ঘরের দরজা খুলে দেওয়ার একটি ভিডিওকে কাবা ঘরের ভিতরে ঘটা আলৌকিক ঘটনার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Haramain Sharifain: https://www.facebook.com/hsharifain/posts/546905277014504

Haramain: https://www.facebook.com/haramain.info/posts/10160747790243094 

আরও পড়ুন

spot_img