সম্প্রতি, ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ভিডিওটি ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবেশের দৃশ্য।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকায় প্রবেশের দৃশ্য নয় বরং, প্রচারিত ভিডিওটি গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের কর্তৃক শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার দৃশ্য।
অনুসন্ধানে দেশ টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ১১ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, প্রচারিত ভিডিওটি শাহবাগে শিক্ষার্থী কর্তৃক পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার দৃশ্য।
এছাড়া, উক্ত ভিডিওতে সাংবাদিককে বলতে শোনা যায় ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে কারওয়ান বাজারের দিকে যাওয়ার দৃশ্য এটি।’
এছাড়া একই তারিখে একটি ঘটনার ভিন্ন দিক থেকে ধারণ করা একটি ভিডিও প্রথম আলো তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিল।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ডেইলি স্টারের ওয়েবসাইটে “পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীদের ব্লকেড” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত বছরের ১১ জুলাই বিকাল ৫ টার দিকে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে রাস্তায় অবস্থান নিয়েছেন। ঢাবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে আসেন। শিক্ষার্থীরা আসার আগেই পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে রাখে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নেন।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় শাহবাগে শিক্ষার্থীদের পুলিশের ব্যারিকেড ভাঙার দৃশ্যকে সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকায় প্রবেশের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Desh Tv- Youtube Video
- Prothom Alo- YouTube Video
- Daily Star- পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীদের ব্লকেড