৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। যেখানে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক পদে জিতেছেন সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম। এরই প্রেক্ষিতে “ভয়াবহ কারচুপির পর জাকসুতে ভয়ংকর ত্রি’মুখী সং’ঘর্ষ—শিবির-ছাত্রদলের রণ’ক্ষেত্রে আ’হত অন্তত ২৫” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
এছাড়া, ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কিংবা জাকসু নির্বাচন ঘিরে শিবির এবং ছাত্রদলের মধ্যে কোনো সংঘর্ষের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়। এটি সেই ঘটনারই দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ফেসবুকে ‘দৈনিক বরিশালের সংবাদ ৩০২’ নামক পেজে ২০২৩ সালের ২১ মে তারিখে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৫ মিনিট ৩৩ সেকেন্ডের উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি ২০২৩ সালের ২০ মে পটুয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের দৃশ্য।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২৩ সালের ২০ মে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টিভির ওয়েবসাইটে “পটুয়াখালীতে বিএনপির সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ২৫” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ মে সকালে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশ শুরুর আগেই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।
এছাড়া, একই বিষয়ে ‘Channel 24’ এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্যের সন্ধান পাওয়া যায়।
অর্থাৎ, এটি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক জাকসু নির্বাচনে শিবির এবং ছাত্রদলের মধ্যে কোনো সংঘর্ষের নয়।
উল্লেখ্য, নির্বাচন চলাকালীন ফজিলাতুন্নেসা হল কেন্দ্রে অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ পাওয়ায় কিছু সময়ের জন্যে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। ভোটগ্রহণ বন্ধ রাখার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে শিবিরের বিরুদ্ধে ওই কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগও ওঠে। পরে বিকেল ৪ টার দিকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই নির্বাচনে ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগসহ বেশকিছু অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রAদল সমর্থিত প্যানেল।
সুতরাং, ২০২৩ সালে পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষের ভিডিওকে সম্প্রতি অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- দৈনিক বরিশালের সংবাদ ৩০২: Facebook Video
- Somoy Tv: পটুয়াখালীতে বিএনপির সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ২৫
- Channel 24: বিএনপির সমাবেশ ঘিরে পটুয়াখালী ও রাজবাড়ীতে সংঘর্ষ
- Somoy Tv: বঙ্গমাতা হলে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে যা জানালেন প্রভোস্ট