যুবলীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, ফেনীর সোনাগাজীতে যুবলীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের দৃশ্য এটি। 

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালে ফেনীর সোনাগাজীতে যুবলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে বিভ্রান্তিকরভাবে সাম্প্রতিক প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে।    

এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর ‘সোনাগাজীর আলো’ নামের একটি পেজে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, এটি সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশের দৃশ্য।

Comparison: Rumor Scanner 

জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়,  সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা সহ সকল ষড়যন্ত্রের প্রতিবাদে সোনাগাজী উপজেলা যুবলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সে বছরের ২৪ সেপ্টেম্বর বিকালে সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করা হয়েছে। সদর ইউনিয়নের ভৈরব চৌধুরী বাজারের পশ্চিম অংশ থেকে মিছিল শুরু করে ভৈরব চৌধুরী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছাড়াইতকান্দি কেন্দ্রীয় ঈদগাহ’র সামনে শান্তি সমাবেশ করে।    

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৩ সালের।  

সুতরাং, ফেনীর সোনাগাজীতে যুবলীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img