গিনেস ওয়ার্ল্ড বুকে সবচেয়ে মামলাবাজ হিসেবে নাম উঠেনি জোনাথন লি রিচেসের

সম্প্রতি “সবচেয়ে বেশি মামলাবাজ ব্যক্তি জোনাথন লি রিচেস নামক আমেরিকান এই ব্যক্তি প্রায় ২৬০০ এর অধিক মামলা করেছেন৷ এ কারণে বিশ্বের সবচেয়ে বেশি মামলাবাজ ব্যক্তি হিসেবে গিনেস বুকে তার নাম উঠানো হয়, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কেন তাকে না জানিয়ে গিনেস বুকে তার নাম লেখা হলো এই অভিযোগ নিয়ে তিনি গিনেস কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে দেন!” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে
পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

একই দাবিতে গণমাধ্যমে প্রচারিত কিছু প্রতিবেদন দেখুন; নয়াদিগন্ত, ডেইলি বাংলাদেশ, ও নতুন সময়

Screenshot from youtume

একই দাবিতে ইউটিউবে ছড়িয়ে পড়া কিছু ভিডিও দেখুন- এখানে, এখানে , এখানে, এখানে,এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন- এখানে এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জোনাথন লি রিচেসকে না জানিয়ে তাকে বিশ্বের সবচেয়ে বেশি মামলাবাজ ব্যক্তি হিসেবে গিনেস বুকে নাম উঠানোর দাবিটি সঠিক নয় বরং গিনেস ওয়ার্ল্ড বুকে সবচেয়ে বেশি মামলাবাজ ব্যক্তি এমন কোনো ক্যাটাগরি নেই।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম abcnews এর ওয়েবসাইটে ২০০৯ সালের ১২ মে “World’s Most Litigious Man Suing Guinness Book of World Records?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot from abcnews website

প্রতিবেদনটি থেকে জানা যায়, জোনাথন লি রিচেস গিনেস ওয়ার্ল্ড বুকে সবচেয়ে মামলাবাজ ব্যক্তি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্তির পরিকল্পনা শুনেই গিনেস ওয়ার্ল্ড বুকের বিরুদ্ধে মামলা করে দিয়েছেন।

Screenshot from abcnews website

প্রতিবেদনটিতে সেই সময় যুক্তরাষ্ট্রের ক্যানটাকির লেক্সিংটন কারাগারে বন্দী জোনাথন লি রিচেসের একটি হাতে লেখা নথির কথা উল্লেখ করে বলা হয়, জোনাথন লি রিচেস প্রকৃতপক্ষে বিভিন্ন আদালতে চার হাজারের বেশি মামলা করেছেন। তার মামলার সংখ্যা সাড়ে পাঁচ হাজার নয়, যেটি গিনেস ওয়ার্ল্ড বুক কর্তৃপক্ষ তাকে অভিনন্দন জানিয়ে লেখা পত্রে উল্লেখ করেছে।

জোনাথন লি রিচেস তার অভিযোগে বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যগুলো ভুল। যার কারণে তিনি তার নাম গিনেস ওয়ার্ল্ড বুকে তোলার প্রস্তাবটি বাদ দিতে প্রতিষ্ঠানটিকে ১০টি চিঠিও পাঠিয়েছেন। 

এছাড়া যুক্তরাষ্ট্রের nydailynews নামের একটি ওয়েবসাইটে ২০০৯ সালের ২৭ মে “Man sues Guinness Book of World Records for naming him record-holder for most lawsuits” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from nydailynews website

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, জোনাথন লি রিচেস গিনেস বুকের ২০১০ সংস্করণে তার নাম সবচেয়ে সুখী মামলাবাজ হিসেবে তোলার পরিকল্পনা সম্পর্কে জেনে প্রতিষ্ঠানটি সম্পর্কে মামলা করে দিয়েছেন।

Screenshot from nydailynews website

অর্থাৎ, প্রতিবেদন দুইটি থেকে বুঝা যায়, জোনাথন লি রিচেস গিনেস ওয়ার্ল্ড বুকে তার নাম আসার পরিকল্পনার কথা শুনেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে দেয়।

তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের আরেকটি গণমাধ্যম HUFFPOST এ ২০১২ সালের ২৭ ডিসেম্বর “Jonathan Lee Riches Impersonates Adam Lanza’s Uncle, ‘Jonathan Lanza,’ Gets Arrested” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot from huffpost website

এই প্রতিবেদনটিতে গিনেস ওয়ার্ল্ড বুকের মুখপাত্র সারা উইলকক্সকে উদ্ধৃত করে বলা হয়, গিনেস ওয়ার্ল্ড বুক কখনো এমন চিঠি পাঠায় না। জোনাথন লি রিচেস কোনো রেকর্ডধারী নয় এবং সবচেয়ে মামলাবাজ শিরোনামে গিনেস ওয়ার্ল্ড বুকের কোনো ক্যাটাগরিও নেই। ফলে জোনাথন লি রিচেসের এই মামলাটি অন্যান্য অধিকাংশ মামলার মতোই সুরাহা হয়ে যায়।

পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড বুকের ওয়েবসাইটেও জোনাথন লি রিচেসের নাম ও World’s Most Litigious Man শব্দগুচ্ছ দ্বারা অনুসন্ধান করে কোনো তথ্য পাওয়া যায়নি। 

এছাড়া গিনেস বিশ্ব রেকর্ড এর Frequently asked questions বিভাগের মাধ্যে জানা যায়, রেকর্ডের আবেদনের জন্য তারা কোনো চিঠি গ্রহণ করে না এবং কাউকে কোনো চিঠিও পাঠায় না।

Screenshot from guinnessworldrecords website

মূলত, জোনাথন লি রিচেস গিনেস ওয়ার্ল্ড বুকে বিশ্বের সবচেয়ে মামলাবাজ হিসেবে তার নাম আসার পরিকল্পনার কথা শুনেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে দেয়। কিন্তু পরবর্তীতে গিনেস ওয়ার্ল্ড বুকের মুখপাত্র সারা উইলকক্স গণমাধ্যমকে জানান, গিনেস ওয়ার্ল্ড বুক কখনো কাউকে চিঠি পাঠায় না। জোনাথন লি রিচেস কোনো রেকর্ডধারী নয় এবং সবচেয়ে মামলাবাজ শিরোনামে গিনেস ওয়ার্ল্ড বুকের কোনো ক্যাটাগরিও নেই। এছাড়া গিনেস ওয়ার্ল্ড বুকের ওয়েবসাইটেও জোনাথন লি রিচেসের নাম ও World’s Most Litigious Man শব্দগুচ্ছ দ্বারা অনুসন্ধান করে কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ গিনেস ওয়ার্ল্ড বুকে জোনাথন লি রিচেসকে সবচেয়ে মামলাবাজ শিরোনামে অন্তর্ভুক্ত করা হয়নি।

সুতরাং, বিশ্বের সবচেয়ে বেশি মামলাবাজ ব্যক্তি হিসেবে না জানিয়ে গিনেস বুকে জোনাথন লি রিচেসের নাম উঠানোর দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img