জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকে জামায়াতে ইসলামীর নেতা দাবি একাত্তর টিভিতে

গত ১০ আগস্ট মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির এক ভিডিও প্রতিবেদনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে উবায়দুল্লাহ ফারুককে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে দাবি করা হয়েছে। 

একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে উক্ত প্রতিবেদনে আলোচিত দাবিটি (৬:২০ মিনিট সময় থেকে) দেখুন এখানে (আর্কাইভ)। 

একাত্তর টিভির ফেসবুক পেজে উক্ত প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উবায়দুল্লাহ ফারুক জামায়াতে ইসলামীর নেতা নয় বরং তিনি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ওয়েবসাইটে গত ০৯ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট-৫ আসনে (কানাইঘাট -জকিগঞ্জ) মনোনয়নপ্রত্যাশী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা উবায়দুল্লাহ ফারুকের নাম আলোচনায় রয়েছে।

Screenshot source: Jugantor 

আরো অনুসন্ধান করে মূলধারার সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৩ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন মাওলানা জিয়াউদ্দিনকে সভাপতি এবং মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মহাসচিব করে নতুন কমিটি গঠন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই কমিটিতে সংগঠনটির সহ-সভাপতি হিসেবে পুননির্বাচিত হন উবায়দুল্লাহ ফারুক।

Screenshot source: Bangla Tribune

অর্থাৎ, উবায়দুল্লাহ ফারুক জামায়াতে ইসলামীর নেতা নয়। 

জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, উবায়দুল্লাহ ফারুক এ পর্যন্ত দুইবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, দুইবারই তিনি তার দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষে প্রার্থী হয়েছেন।

Screenshot source: Prothom Alo  

মূলত, সম্প্রতি একাত্তর টিভির এক ভিডিও প্রতিবেদনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে উবায়দুল্লাহ ফারুককে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে দাবি করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। উবায়দুল্লাহ ফারুক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং পূর্বে তিনি তার দলের হয়ে দুইবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। 

প্রসঙ্গত, আগামী নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানিয়েছেন। 

সুতরাং, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা উবায়দুল্লাহ ফারুককে জামায়াতে ইসলামীর নেতা দাবি করে একাত্তর টিভিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img