সম্প্রতি দুইজন লম্বা ব্যাক্তির সাথে মাঝে দাঁড়িয়ে থাকা এক ব্যাক্তির ছবি “১৮৮০ সালের ছবি, একজন ব্রিটিশ নাগরিকের সাথে দুই জন ভারতীয় পাহারাদার” দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিতে থাকা মাঝের ব্যক্তির নাম জেমস রিকালটন, তিনি ব্রিটিশ নন বরং তিনি একজন মার্কিন নাগরিক। তাছাড়া এটি ১৮৮০ নয়, ১৯০৩ সালে তোলা ছবি।
অনুসন্ধানের শুরুতে Rare Historical Photos নামের একটি ওয়েবসাইটে ছবিটির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়৷ সেখানে জানা যায়, রাজা সপ্তম এডওয়ার্ডের উত্তরাধিকার উদযাপন করতে ১৯০৩ সালে ভারতবর্ষের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন কর্তৃক দিল্লীতে একটি দরবার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটিতে বিশ্বের নানা সাংবাদিক ও ফটোগ্রাফাররাও অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন আমেরিকান পর্যটক, শিক্ষক ও ফটোগ্রাফার জেমস রিকালটন। জেমস রিকালটন নিজেও কাশ্মীরি উল্লিখিত লম্বা দুই ব্যক্তির সাথে ছবি তোলেন। আর, এই অনুষ্ঠানে কাশ্মীরি লম্বা ঐ দুই ব্যক্তির সাথে জেমস রিকালটনের তোলা এই ছবিটিই ব্রিটিশ নাগরিকের দাবিতে প্রচার করা হচ্ছে।
অধিকতর যাচাইয়ে লাইব্রেরি অফ কংগ্রেসের ওয়েবসাইটে ছবিটির মেটাডাটা খুঁজে পাওয়া যায়। সেখানে দেখা যায়, উল্লিখিত ছবিটি ১৯০৩ সালে Underwood & Underwood, publisher এর ব্যানারে Professor [James] Ricalton and two of his Cashmere friends at the Durbar, Delhi, India শিরোনামে প্রকাশিত হয়। অর্থাৎ, ছবির ব্যাক্তিটি যে জেমস রিকালটন-ই এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

জেমস রিকালটনের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হতে অনুসন্ধান করলে National Gallery of Art এ রিকালটনের একটি ছবি খুঁজে পাওয়া যায়, এবং ছবিটির নোটে জেমস রিকালটনের জন্মস্থান নিউইয়র্কের ওয়াডিংটন সম্পর্কেও তথ্য পাওয়া যায়, যা প্রমাণ করে জেমস রিকালটন একজন জন্মসূত্রেই আমেরিকান।

মূলত, ১৯০৩ সালে দিল্লীর দরবারে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে মার্কিন জেমস রিকালটন উপস্থিত হন। তখন জম্মু ও কাশ্মীরের মহারাজার সাথে আসা দুই লম্বা ব্যক্তির সাথে ছবি তোলেন যা ’১৮৮০ সালে দুই ভারতীয় পাহারাদারের সাথে এক ব্রিটিশ নাগরিক’ দাবিতে প্রচারিত হচ্ছে।
সুতরাং, ১৮৮০ সালে একজন ব্রিটিশ নাগরিকের সাথে দুই জন ভারতীয় পাহারাদারের ছবি শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rare Historical Photos – The Two Kashmir Giants Posing with the American Photographer James Ricalton, 1903
- Library of Congress – Professor [James] Ricalton and two of his Cashmere friends at the Durbar, Delhi, India b&w film copy neg.
- National Gallery of Art – James Ricalton riding a camel, Peking, China.
- Rumor Scanner’s own analysis