জামায়াতে ইসলামীর সমাবেশের ছবি দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ও সম্পাদিত ছবি প্রচার

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘জাতীয় সমাবেশ’ আয়োজন করেছে৷ এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে দুইটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবি দুইটি জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের ছবি।

জামায়াতে ইসলামীর সমাবেশের ছবি দাবিতে গণমাধ্যমে প্রচারিত পোস্ট: বিডি২৪রিপোর্ট

এছাড়াও, জামায়াতে ইসলামীর ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ছবি প্রচার করা হয়েছে। আলোচিত দাবিতে উক্ত ছবি সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

আলোচিত দাবিতে উক্ত ছবি সম্বলিত এক্স পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

আলোচিত দাবিতে উক্ত ছবিগুলো সম্বলিত ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ১৯ জুলাইয়ে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের ছবি দাবিতে প্রচারিত ছবি দুইটির কোনোটিই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের ছবি নয়। প্রকৃতপক্ষে একটি ছবি গত ২৮ জুনে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত মহাসমাবেশের ছবি এবং অপরটি ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত মহাসমাবেশের অপর আরেকটি ছবিকে সম্পাদিত করে তৈরি করা ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ইংরেজি ভাষার গণমাধ্যম ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’ এর ওয়েবসাইটে “Islami Andolan puts forward 16-point charter” শীর্ষক শিরোনামে গত ২৯ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে একটি ছবির সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

প্রতিবেদনটিতে ছবিটির বর্ণনায় বলা হয়, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শনিবার, (২৮ জুন) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশ আয়োজন করে, যেখানে তারা নির্বাচন ব্যবস্থার সংস্কার, জুলাইয়ের গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার এবং আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (PR) ভোটিং পদ্ধতি প্রবর্তনের দাবি জানায়।” (অনূদিত)

এছাড়াও, অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘ঢাকা মেইল’ এর ওয়েবসাইটেও “কার্যকর ঐক্য হলে রাষ্ট্রক্ষমতা আমাদের হাতেই আসবে: চরমোনাই পীর” শীর্ষক শিরোনামে গত ২৮ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও আলোচিত ছবিটি গত ২৮ জুন বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশের ছবি দাবিতে পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত উক্ত ছবিটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর গত ১৯ জুলাইয়ের সমাবেশের ছবি নয়।

পরবর্তীতে আলোচিত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত দ্বিতীয় ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার সংবাদমাধ্যম ‘ইত্তেফাক’ এর ওয়েবসাইটে “ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াত-এন‌সি‌পি-হিন্দু মহাজোটের নেতারা” শীর্ষক শিরোনামে গত ২৮ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে একটি ছবির সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

প্রতিবেদনটিতে বলা হয়, “সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লে‌য়িং ফিল্ডের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি), গণঅধিকার প‌রিষদ, এবি পা‌র্টিসহ বি‌ভিন্ন দ‌লের নেতারা যোগ দিয়েছেন। চরমোনাই পীরসাহেবের এই সমাবেশে যোগ দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের সংগঠ‌নের নেতারাও। শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেন।”

এছাড়াও, অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার‌জিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে “ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ জনতার জাতীয় মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র একাত্মতা প্রকাশ। নির্বাচনের পূর্বে বিচার ও মৌলিক সংস্কারের প্রশ্নে কোন আপোস নয়” শীর্ষক ক্যাপশনে গত ২৮ জুনে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে ৬টি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার মধ্যে একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য পাওয়া যায়। উল্লেখ্য, সাদৃশ্য পাওয়া উক্ত ছবিটি ইত্তেফাকের উপরোল্লিখিত প্রতিবেদনেও পাওয়া যায়।

তবে, ইত্তেফাকের প্রতিবেদন ও সারজিস আলমের পোস্টে সংযুক্ত উক্ত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির বাম অংশের বৈসাদৃশ্য পাওয়া যায়। ইত্তেফাকের প্রতিবেদন ও সারজিস আলমের পোস্টে সংযুক্ত ছবিটির বাম অংশে গাছগাছালি থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিতে বামপাশেও জনসমুদ্র দেখা যায়। এছাড়াও, অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু অনুরূপ কোনো ছবি নির্ভরযোগ্য সূত্রেও পাওয়া যায়নি যা থেকে বুঝা যায় যে, প্রচারিত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে। পাশাপাশি, অনুসন্ধানে সম্পাদিত ছবিটিও অন্তত গত ০২ জুলাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত উক্ত ছবিটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর গত ১৯ জুলাইয়ের সমাবেশের ছবি নয়।

সুতরাং, গত ১৯ জুলাইয়ে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের ছবি দাবিতে গত ২৮ জুনে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত মহাসমাবেশের একটি আসল ছবি ও একটি সম্পাদিত ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img