হেফাজতের পুরানো সমাবেশের ভিডিওকে জামায়াতের সাম্প্রতিক সমাবেশ দাবিতে প্রচার

সম্প্রতি ‘আলহামদুলিল্লাহ, যারা বলো জামায়াত নাই তারা তাকিয়ে দেখো’ শীর্ষক শিরোনামে ঢাকায় জামায়াতে ইসলামীর মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত ১০ জুন ঢাকায় জামায়াতে ইসলামীর মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি পুরানো। প্রকৃতপক্ষে ইন্টারনেট থেকে হেফাজতে ইসলামের ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির একটি পুরানো ভিডিও সংগ্রহ করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম প্রথমেই ভিডিওটি বিশ্লেষণ করে। বিশ্লেষণে ভিডিওটির ১১ সেকেন্ড সময়কালে ‘Boycott France’ লেখা শীর্ষক একটি ব্যানার খুঁজে পাওয়া যায়। 

Video Analysis: Rumor Scanner

এই ব্যানারের সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ফেসবুকে মারকাজুল কুরআন মাদরাসা বাংলাদেশ নামের একটি পেইজে ২০২০ সালের ২ নভেম্বর ‘আজকের ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচিতে আল্লামা মামুনুল হক ও আল্লামা হাসান জামীল হাফিজাহুমাল্লাহ’র স্লোগান‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Markazul Quran Madrasah Bangladesh 

এই ভিডিওটির ২ মিনিট ১৮ সেকেন্ডে পাওয়া আশেপাশের দৃশ্যের সঙ্গে সম্প্রতি ঢাকায় জামায়াতে ইসলামীর মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। 

Video Analysis: Rumor Scanner

পাশাপাশি ভিডিওটি বিশ্লেষণে মিছিলটিতে উপস্থিত থাকা লোকদের হাতে কুশপুত্তলিকা সদৃশ কিছু বস্তুও দেখা যায়। 

Video Analysis: Rumor Scanner 

এছাড়া জামায়াতে ইসলামীর মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদত্ত স্লোগানের সাথেও ২০২০ সালের ফ্রান্স বিরোধী ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির ভিডিওটির স্লোগানের মিল খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে রিউমর স্ক্যানার টিম গত ১০ জুন ঢাকায় জামায়াতে ইসলামীর এমন (রাস্তায়) কোনো সমাবেশ হয়েছে কি না তা নিয়ে অনুসন্ধান করে। অনুসন্ধানে গণমাধ্যম এবং জামায়াতে ইসলামীর ভ্যারিফাইড ফেসবুক পেইজে এমন কোনো ভিডিও খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, গত ১০ জুন দীর্ঘ ১০ বছর পর রাজধানীতে প্রকাশ্যে কর্মসূচি পালনের অনুমতি পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটি সমাবেশও করে। তবে এ সমাবেশের অংশ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে, সেটি ঢাকায় জামায়াতে ইসলামীর মিছিলের ভিডিও। তবে অনুসন্ধানে দেখা যায়, উক্ত ভিডিওটি মূলত ২০২০ সালের নভেম্বরে ঢাকায় হেফাজতে ইসলামের ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির সময়ে ধারণকৃত এবং এর সাথে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই।

সুতরাং, ২০২০ সালের হেফাজতে ইসলামের ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির সময়ে ধারণকৃত একটি ভিডিওকে গত ১০ জুনের ঢাকায় জামায়াতে ইসলামীর মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img