সম্প্রতি, টেকনাফের নাজিরপাড়া এলাকায় সিদ্দিক হুজুর নামের এক বয়স্ক ব্যক্তির দুই হাতের কব্জি জামায়াত-শিবির এবং বিএনপির নেতাকর্মীরা কেটে নিয়েছে এমন পৃথক পৃথক দুটি দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

জামায়াত-শিবির দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, টেকনাফের সিদ্দিক হুজুর নামের ব্যক্তির হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, এটি ২০২২ সালের ঘটনা। এছাড়াও উক্ত ঘটনায় বিএনপির কিংবা জামায়াতে ইসলামী বা শিবিরের সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে টেকনাফের স্থানীয় অনলাইনভিত্তিক চ্যানেল Naf tv-এর ফেসবুক পেজে ২০২২ সালের ২৬ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওগুলোর সাথে উক্ত ভিডিওটির শুরু কিছু অংশের মিল রয়েছে। যেখানে দুই হাত হারানো একই ব্যক্তিকে হাসপাতালের বেডে দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের আরেকটি স্থানীয় গণমাধ্যম Parbatta News-এর ওয়েবসাইটে একইদিনে টেকনাফে পূর্ব শত্রুতার জেরে দুই হাতের কব্জি কেটে নিল প্রতিপক্ষ শীর্ষক শিরোনামে উক্ত ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে সিদ্দিক আহম্মদ (৫৫) নামের ওই ব্যক্তির দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় তারই প্রতিপক্ষের লোকজন। তবে প্রতিবেদনটিতে প্রতিপক্ষের কোনো পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে উল্লেখ করা হয়নি।
আরেক স্থানীয় গণমাধ্যম দৈনিক রূপালী সৈকত-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আহত সিদ্দিক আহম্মদ সেসময় টেকনাফ উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।
এছাড়াও প্রতিবেদনটিতে উক্ত হামলার অভিযুক্ত ব্যক্তি হিসেবে স্থানীয় মেম্বার এনামুল হকের নাম উল্লেখ করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, এনাম মেম্বারের বড় ভাই আজিজুল হক মার্কিনকে গুলি করে হত্যায় ঘটনায় আহত সিদ্দিককে প্রধান ও তার আত্মীয়স্বজনদের আসামি করে মামলা করা হয়েছিল। যার পর থেকে তিনি স্ব-পরিবারে কক্সবাজার শহরে বসবাস করতেন। তবে ঘটনার সময় তার মেয়ের সাথে দেখা করতে টেকনাফ গেলে অভিযুক্ত ব্যক্তি প্রতিশোধ নিতে সিদ্দিকের ওপর হামলা চালায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় অনলাইনভিত্তিক গণমাধ্যম ঢাকা পোস্ট-এর ওয়েবসাইটে উক্ত ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনায় বিএনপি কিংবা জামায়াতে ইসলামী বা শিবিরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এছাড়াও উক্ত ঘটনাটি সাম্প্রতিক সময়েরও নয়।
সুতরাং, টেকনাফে সিদ্দিক হুজুর নামের এক ব্যক্তির দুই হাতের কব্জি কেটে নেওয়ার ২০২২ সালের ঘটনাকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Naf tv Facebook Page: টেকনাফে নাজির পাড়ার ছিদ্দিকের দু’হাতের কবজি কে*টে নিয়েছে প্রতিপক্ষ
- Parbatta News Website: টেকনাফে পূর্ব শত্রুতার জেরে দুই হাতের কব্জি কেটে নিল প্রতিপক্ষ
- Dainik Rupali Saikat Website: টেকনাফ নাজির পাড়ার সিদ্দিককে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে প্রতিশোধ নিয়েছি বলে ভাইয়ের কবরে জমা! – Dainik Rupali Saikat